মোবাইল

হ্যাং-ল্যাগ অতীত, গেম খেলার জন্য আদর্শ স্মার্টফোন আনছে ভিভোর সহযোগী সংস্থা

Published on:

iqoo z10 turbo pro first snapdragon 8s gen 4 phone redmi turbo 4 pro oppo k13 pro follow

ফ্ল্যাগশিপ ফোন এবার সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। গতকাল Qualcomm তাদের নেক্সট জেনারেশন Snapdragon 8s Gen 4 চিপসেট ঘোষণা করতেই আশায় বুক বাঁধছে ক্রেতারা। আগামী দিনে কোন কোন ব্র্যান্ড এই প্রসেসর দিয়ে ফোন লঞ্চ করবে তার একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন প্রতিষ্ঠান। সেই লিস্টে প্রথম সারির সংস্থাগুলির মধ্যে রয়েছে Redmi, iQOO, Xiaomi, ও Oppo। তবে এদের মধ্যে সবার প্রথমে আইকিউ-এর মডেল আসবে।

iQOO Z10 Turbo Pro

Snapdragon 8s Gen 4 চালিত প্রথম স্মার্টফোন হিসাবে আসছে iQOO Z10 Turbo। ভিভোর এই সাব ব্র্যান্ড ডিভাইসটির অন্যান্য স্পেসিফিকেশন প্রকাশ না করলেও, এই মাসেই আত্মপ্রকাশ ঘটবে বলে নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, এই ফোনে ৬.৭৮ ইঞ্চি ফ্ল্যাট ওলেড ডিসপ্লে প্যানেল থাকতে পারে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে রেজোলিউশন সমর্থন করবে।

এছাড়া, ফটোগ্রাফির জন্য, এতে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা থাকতে পারে। আর সামনের দিকে, একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা। Redmi Turbo 4 Pro, Xiaomi Civi 5 Pro, ও Oppo K13 Pro ফোনেও কোয়ালকমের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।

Qualcomm Snapdragon 8s Gen 4: বিশেষত্ব

কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেটে ৩.২ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডের একটি ক্রিয়ো প্রাইম কোর এবং ৩.০ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডের বেশ কয়েকটি কাইরো পারফরম্যান্স কোর রয়েছে। কোম্পানির দাবি, গত বছরের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসরের তুলনায় এটি পারফরম্যান্সে ৩১ শতাংশ উন্নতি ও ৩৯ শতাংশ পাওয়ার এফিশিয়েন্সি অফার করে।

চিপটির বিশেষ আকর্ষণ হল নতুন অ্যাড্রেনো জিপিইউ, যা গেমিং পারফরম্যান্সকে ৪৯ শতাংশ পর্যন্ত উন্নত করে। কোয়ালকম এই প্রসেসরে একটি ১৮-বিট ট্রিপল ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) যুক্ত করেছে যা ৩২০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেন্সর এবং ৬০ ফ্রেম প্রতি সেকেন্ডে ৪K এইচডিআর ভিডিও রেকর্ডিং সমর্থন করে।