33 মিনিটে ফুল চার্জ, 7620mAh ব্যাটারি সহ চলতি মাসেই লঞ্চ হচ্ছে iQOO Z10 Turbo সিরিজ

আইকো সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা শীঘ্রই iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন দুটি লঞ্চ করতে চলেছে। আগামী ২৮ এপ্রিল চীনে এদের উপর থেকে পর্দা সরানো হবে। এদের প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়েছে। আজ আবার আইকো চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo -তে হ্যান্ডসেট দুটির ডিজাইন ও কালার অপশন প্রকাশ করেছে। আসুন স্মার্টফোন দুটি কোন কোন কালার অপশনে পাওয়া যাবে জেনে নেওয়া যাক।
iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro এর সম্ভাব্য দাম, শুরু হল প্রি-অর্ডার
আইকো জেড১০ টার্বো ও আইকো জেড১০ টার্বো প্রো এর দাম শুরু হতে পারে ২,৫০০ ইউয়ান থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,০০০ টাকার কাছাকাছি। Vivo-র অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও JD.com, Tmall সহ বিভিন্ন ই-কমার্স সাইট থেকে ফোনগুলি প্রি-অর্ডার করা যাচ্ছে।
কালার অপশন
টিজার অনুযায়ী, আইকো জেড১০ টার্বো সিরিজ চারটি কালার অপশনে পাওয়া যাবে – স্টার্রি স্কাই ব্ল্যাক, ডেজার্ট, বার্নিং অরেঞ্জ এবং ক্লাউড সি হোয়াইট। মডেল দুটি স্টাইলিশ ডিজাইন সহ আসবে। বেস মডেলের পিছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ।
iQOO Z10 Turbo ও Z10 Turbo Pro এর সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
আইকো জি১০ টার্বো ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৭,৬২০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার জি১০ টার্বো প্রো মডেলে পাওয়া যাবে ৭,০০০ এমএএইচ ব্যাটারি। এই ডিভাইসটি ১২০ ওয়াট চার্জিং সুবিধা সহ আসবে। কোম্পানির দাবি অনুযায়ী, এই চার্জার মাত্র ১৫ মিনিটেই ব্যাটারি ৫০ শতাংশ এবং ৩৩ মিনিটে সম্পূর্ণ চার্জ করতে পারবে।
পারফরম্যান্সের জন্য iQOO Z10 Turbo স্মার্টফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ চিপসেট। আবার Z10 Turbo Pro স্মার্টফোনে দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। উভয় ফোনে আইকোর নিজস্ব উন্নত গেমিং চিপ “Q1” থাকবে। প্রো মডেলে ৬.৭৮-ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের OLED ডিসপ্লে পাওয়া যাবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।