মোবাইল

যতখুশি ব্যবহার করুন, চার্জ ফুরোনোর চিন্তা থেকে মুক্তি দিতে iQOO আনছে চারটি দারুণ ফোন

Published on:

iqoo z10 turbo z10 turbo pro z10x z10 chipset battery display details launch timeline leaked

iQOO ভারতে তাদের Z10 সিরিজের স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। সংস্থা এখনও এই বিষয়ে কিছু না বললেও, বিভিন্ন প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। জল্পনা বাড়িয়ে এখন এক প্রখ্যাত টিপস্টার অনলাইনে সিরিজটির অন্তর্গত চার মডেল: Z10x, Z10, Z10 Turbo এবং Z10 Turbo Pro-এর স্পেসিফিকেশন ফাঁস করেছেন। পাশাপাশি প্রতিটি ভেরিয়েন্টের লঞ্চ টাইমলাইনের ইঙ্গিত করা হয়েছে। Turbo মডেলগুলি সবার প্রথমে আসবে, যেখানে Z10x সবার শেষে বাজারে পা রাখবে।

iQOO Z10 ও Z10 Turbo Pro লঞ্চ টাইমলাইন ও স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, iQOO Z10 Turbo এবং Z10 Turbo Pro এপ্রিলে লঞ্চ হতে পারে। এই ফোনগুলিতে যথাক্রমে মিডিয়াটেকের Dimensity 8400 প্রসেসর এবং কোয়ালকমের আপকামিং Snapdragon 8s Elite চিপসেট ব্যবহার হবে বলে আশা করা হচ্ছে। উভয় স্মার্টফোনে একটি ডেডিকেটেড ডিসপ্লে চিপ এবং ১.৫K রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চি এলটিপিএস স্ক্রিন থাকবে।

iQOO Z10 Turbo টার্বো মডেলে ৯০ ওয়াট চার্জিং সহ ৭,৫০০-৭,৬০০ এমএএইচ ক্যাপাসিটির বিশাল ব্যাটারি থাকতে পারে। অন্যদিকে, Z10 Turbo Pro ভেরিয়েন্টে ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে অনুমান করা হচ্ছে।

iQOO Z10x ও iQOO Z10 লঞ্চ টাইমলাইন ও স্পেসিফিকেশন

iQOO Z10x চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে লঞ্চ হওয়ার কথা রয়েছে। ডিভাইসটিতে একটি এলসিডি প্যানেল থাকবে এবং সম্ভবত একটি নতুন MediaTek প্রসেসর ব্যবহার করা হবে। আর Z10x মডেলটিও একইসাথে লঞ্চ হতে পারে। এতে Snapdragon 7 Gen 3 প্রসেসর এবং ১.৫K রেজোলিউশনের ওলেড ডিসপ্লে থাকবে।