ভিভোর সাব-ব্র্যান্ড iQOO আজ ভিরতে iQOO Z10 স্মার্টফোন লঞ্চ করল। এটি দেশের প্রথম 7300mAh ব্যাটারি ক্যাপাসিটি সহ আসা স্মার্টফোন। পাওয়ারফুল ব্যাটারি, দ্রুত চার্জিং, উন্নত ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর মিলিয়ে এটি মিড-রেঞ্জে একটি পরিপূর্ণ অলরাউন্ডার ডিভাইস হিসেবে সামনে বাজারে এসেছে। আর এর দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে। আসুন iQOO Z10 এর মূল্য ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
আইকো জেড10 এর 8GB র্যাম + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 21,999 টাকা। অন্যদিকে, এর 8GB + 256GB এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে 23,999 টাকা ও 25,999 টাকা। আগামী 16 এপ্রিল অ্যামাজন থেকে এর সেল শুরু হবে। প্রথম সেলে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফারের মাধ্যমে এটি মাত্র 19,999 টাকায় কেনা যাবে। এটি গ্লেসিয়ার সিলভার ও স্টেলার ব্ল্যাক কালারে এসেছে।
আইকো জেড10 ফোনের সামনে দেখা যাবে 6.77 ইঞ্চির ফুল এইচডি AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 5000 নিট (হাই ব্রাইটনেস মোডে 1300 নিট)। ডিসপ্লের মধ্যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ডিভাইসটি MIL-STD-810H ও IP65 সার্টিফায়েড, ফলে এটি টেকসই এবং জল-ধুলো প্রতিরোধী।
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 3 প্রসেসর এবং অ্যাড্রেনো 720 জিপিইউ দেওয়া হয়েছে। এটি চলে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ফানটাচ ওএস 15 কাস্টম স্কিনে
আইকো জেড10 ফোনের অন্যতম আকর্ষণ হল বিশাল 7300mAh ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এতে 50MP প্রাইমারি সেন্সর (OIS-সহ) এবং 2MP সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সামনে পাওয়া যাবে 8MP সেলফি ক্যামেরা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.