রাশিয়ায় লঞ্চ হল iQOO Z10R 5G ফোন, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আছে ৬,৫০০mAh ব্যাটারি

ভিভোর সাব-ব্র্যান্ড iQOO সম্প্রতি রাশিয়ায় iQOO Z10R 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। প্রসঙ্গত, কয়েকমাস আগে ভারতে এই একই নামের একটি হ্যান্ডসেট ভিন্ন ডিজাইন, চিপসেট, ব্যাটারি ক্ষমতা এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ এসেছে। নতুন মডেলটিতে অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন iQOO Z10R 5G ফোনের রাশিয়ান ভার্সনের দাম এবং স্পেসিফকেশনগুলি সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iQOO Z10R 5G ফোনের মূল্য ও লভ্যতা

রাশিয়ায় iQOO Z10R 5G ডিভাইসের বেস ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২২,৯৯৯ রুবেল (প্রায় ২৬,০০০ টাকা)। অন্যদিকে, এর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ২৭,৯৯৯ রুবেল (প্রায় ৩১,০০০ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে। এই হ্যান্ডসেটটি বর্তমানে ডিপ ব্ল্যাক এবং টাইটানিয়াম শাইন কালার অপশনে এসেছে। ক্রেতারা ইয়ানডেক্স (Yandex)-এর মতো রাশিয়ান অনলাইন স্টোর থেকে হ্যান্ডসেটটি কিনতে পারবেন।

জানিয়ে রাখি, ভারতে গত ২৪ জুলাই iQOO Z10R 5G লঞ্চ হয়েছিল, যার বেস ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৪৯৯ টাকা। এছাড়া, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলগুলির দাম যথাক্রমে ২১,৪৯৯ টাকা এবং ২৩,৪৯৯ টাকা। বর্তমানে এটি আইকোর ওয়েবসাইটে অ্যাকোয়ামেরিন এবং মুনস্টোন কালার অপশনে পাওয়া যাচ্ছে।

iQOO Z10R 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

iQOO Z10R 5G হ্যান্ডসেটের রাশিয়ান ভ্যারিয়েন্টটি ভারতীয় ভার্সনের থেকে ভিন্ন স্পেসিফিকেশন এবং নতুন ডিজাইনের সাথে এসেছে। তবে দুটি মডেলই অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেমে চলে এবং এগুলি শীঘ্রই অরিজিনওএস ৬ এর আপডেট পাবে। রাশিয়ায় লঞ্চ হওয়া মডেলটিতে আছে ৬.৭৭ ইঞ্চি (১,০৮০×২,৩৯২ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, ৩৮৭ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১,৩০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লে ফিচারগুলি প্রায় একরকম হলেও, ভারতীয় ভ্যারিয়েন্টটি ১,৮০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

iQOO Z10R 5G ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট, যার সাথে সর্বোচ্চ ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। অন্যদিকে, ভারতীয় ভ্যারিয়েন্টটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসরে চলে।

ফটোগ্রাফির জন্য, দুটি স্মার্টফোনে একই ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। তবে, দুটির সেকেন্ডারি ক্যামেরা আলাদা। iQOO Z10R 5G এর রাশিয়ান ভার্সনে ৮ মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স উপস্থিত, এদিকে ভারতীয় মডেলটি ২ মেগাপিক্সেলের বোকে লেন্স সহ এসেছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, উভয় iQOO Z10R 5G মডেলই ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করে। দুই ভ্যারিয়েন্টের আইপি (IP) রেটিংও আলাদা। রাশিয়ার ফোনটি এসেছে আইপি৬৫ রেটিংয়ের সাথে, কিন্তু ভারতীয় মডেলটিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, রাশিয়ান মডেলটিতে ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, তবে ভারতীয় মডেলটি মাত্র ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট করে। পরিশেষে, iQOO Z10R 5G এর পরিমাপ ১৬৩.৭৬×২৮×৭.৫৯ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯৪ গ্রাম। এটি ভারতীয় সংস্করণের তুলনায় কিছুটা ভারী এবং পুরু।