ভারতীয় স্মার্টফোন বাজারে iQOO ফের নতুন স্মার্টফোন আনতে চলেছে। খুব শীঘ্রই দেশে লঞ্চ হতে চলেছে তাদের নতুন ফোন iQOO Z10R। এটি মূলত Z10 সিরিজের নতুন সদস্য হতে চলেছে। সম্প্রতি সংস্থাটি এই ডিভাইসের একটি টিজার রিলিজ করেছে, যেখান থেকে স্পষ্ট যে এই ফোনে কার্ভড ডিসপ্লে থাকবে। সাথে পাওয়া যাবে অরা লাইট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া iQOO Z10R স্মার্টফোনে ২x পোর্ট্রেট মোড সাপোর্ট, সঙ্গে 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করার সুবিধাও থাকবে।
কয়েকদিন আগে আইকো জেড১০আর কে গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে দেখা যায়, যেখানে এর মডেল নম্বর ছিল Vivo I2410। জানা গেছে, এই ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট, যা আইকো জেড৯এস-এ থাকা ডাইমেনসিটি ৭৩০০ এর তুলনায় কিছুটা উন্নত। এখানে ডিভাইসটির ১২ জিবি র্যাম টেস্ট করা হয়েছে, তবে আশা করা যায় এর ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টও বাজারে আসবে। আর এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলবে।
এদিকে টিজার থেকে জানা গেছে, আইকো জেড১০আর নীল রঙে আসবে, তবে এর অন্যান্য কালার অপশনও থাকবে। এছাড়া ফোনটি শুধুমাত্র iQOO ব্র্যান্ডেই নয়, ভিভো-র টি৪ সিরিজের অধীনে Vivo T4R নামে বাজারে আসতে পারে বলে। যদিও কোম্পানির তরফে এখনও এই বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি, তবে সম্প্রতি একটি রিপোর্ট এমনটাই দাবি করা হয়েছে।
জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের শুরুতেই iQOO Z10R মডেলটি অফিসিয়াল লঞ্চ হতে পারে বলে জানা গেছে। এটি বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে আসবে। ডিজাইন, ক্যামেরা ও পারফরম্যান্স, সবদিক থেকেই এটি হবে ভ্যালু ফর মানি ফোন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.