বিশাল বড় ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল iQOO Z10x 5G, দাম শুরু মাত্র 14 হাজার টাকা থেকে

প্রত্যাশা মতোই আজ ভারতে লঞ্চ হল iQOO Z10x 5G স্মার্টফোন। এর দাম শুরু হয়েছে 13,999 টাকা। এটি Z9x 5G-এর উত্তরসূরি হিসেবে এসেছে। নতুন এই ফোনে আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 6500mAh ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
iQOO Z10x 5G এর দাম ও সেলের তারিখ
আইকো জেড10এক্স এর 6GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,499 টাকা। আর এর 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে 14,999 টাকা ও 16,499 টাকা।
ফোনটি আগামী 22 এপ্রিল থেকে Amazon ও iQOO India eStore-এর মাধ্যমে কেনা যাবে। সেলে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে 1000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
iQOO Z10x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
আইকো জেড10এক্স ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির অন্যতম আকর্ষণ হল এর বিশাল 6500mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।এই স্মার্টফোনের সামনে দেখা যাবে 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট অফার করে। ছবি তোলার জন্য এর পিছনে 50MP প্রাইমারি ক্যামেরা ও 2MP ডেপথ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সামনে পাওয়া যাবে 8MP ফ্রন্ট ক্যামেরা।
আইকো জেড10এক্স ফোনটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ফানটাচ ওএস 15 কাস্টম স্কিনে চলে। এতে 2 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট ও 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটের আসবে। ডিভাইসটি IP64 রেটিং সহ আসায়, ধুলো ও জল প্রতিরোধী এবং এটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফাইড।