iQOO Z9 লাইনআপ গত বছরের এপ্রিলে চীনে লঞ্চ হয়েছিল। এই সিরিজে চারটি মডেল এসেছিল – iQOO Z9x , iQOO Z9, এবং iQOO Z9 Turbo। ফোনগুলিতে যথাক্রমে Snapdragon 6 Gen 1, Snapdragon 7 Gen 3 এবং Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার হয়েছে। আবার 2024 সালের দ্বিতীয়ার্ধে এই সিরিজের অধীনে আরও শক্তিশালী Dimensity 9300 Plus চিপসেট সহ iQOO Z9 Turbo Plus লঞ্চ হয়েছে। এখন একটি রিপোর্ট দাবি করেছে, আপকামিং iQOO Z10 সিরিজে চারটি মডেল থাকবে।
iQOO Z10 সিরিজ কেমন হবে
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, iQOO Z10 লাইনআপে চারটি মডেল আসবে। যেগুলি হল, iQOO Z10, Z10 Pro, Z10 Turbo এবং Z10 Turbo Pro। আইকো এই নতুন ফোনগুলির মাধ্যমে ব্যবহারকারীদের শক্তিশালী ব্যাটারি অফার করবে। জানিয়ে রাখি, 2024 সালে লঞ্চ হওয়া iQOO Z9 সিরিজে 6,000mAh থেকে 6,400mAh পর্যন্ত ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে।
আপকামিং iQOO Z10 সিরিজ পূর্বসূরীদেরকে ছাপিয়ে যেতে পারে। প্রায় 7,000mAh ক্ষমতার ব্যাটারি দেখা যেতে পারে এতে। জানা গিয়েছে, iQOO Z10 Turbo একটি ডেডিকেটেড গ্রাফিক্স চিপ অফার করবে এবং আসন্ন স্ন্যাপড্রাগন SM8735 প্রসেসরে চলবে, যার আসল নাম Snapdragon 8s এলিট হওয়ার সম্ভবনা। এই চিপসেট AnTuTu বেঞ্চমার্কে প্রায় 2 মিলিয়ন স্কোর অর্জন করতে সক্ষম বলে জল্পনা শোনা যাচ্ছে।
উল্লেখ্য, আগে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল যে আইকো Z10 টার্বো 1.5K রেজোলিউশন ও 144 হার্টজ রিফ্রেশ রেট সহ ফ্ল্যাট OLED ডিসপ্লে অফার করবে। ফোনের পিছনে থাকবে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। ডিভাইসটি 7,000mAh ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারির সঙ্গে আসতে পারে। এটি 80W বা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।