iQOO Z11 Turbo লঞ্চ হল, 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে 7600mAh ব্যাটারি

বৃহস্পতিবার আইকো তাদের Z সিরিজের নতুন ফোন iQOO Z11 Turbo লঞ্চ করল। ডিভাইসটির দাম শুরু হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা থেকে। এতে আছে শক্তিশালী স্ন্যাপড্রাগন চিপসেট এবং বড় ৭৬০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে মিলবে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আপাতত চীনে Vivo-র অফিসিয়াল অনলাইন স্টোর থেকে ফোনটি কেনা যাবে। এটি চারটি কালার অপশনে এবং একাধিক র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে।
iQOO Z11 Turbo এর দাম
iQOO Z11 Turbo এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৬৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৬,০০০ টাকার কাছাকাছি। আবার ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম প্রায় ৩৯,০০০ টাকা, ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের দাম প্রায় ৪১,০০০ টাকা। আর ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪৫,০০০ টাকা। সবচেয়ে টপ মডেল, ১৬ জিবি র্যাম ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ৫২ হাজার টাকা।
আইকো জেড১১ টার্বো পোলার নাইট ব্ল্যাক, স্কাই লাইট হোয়াইট, ক্যাংল্যাং ফগইয়ং ও হালো পাউডার কালার অপশনে এসেছে।
iQOO Z11 Turbo এর স্পেসিফিকেশন ও ফিচার
iQOO Z11 Turbo মডেলে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট। গ্রাফিক্সের জন্য দেওয়া হয়েছে অ্যাড্রেনো ৮২৯ জিপিইউ। ফোনটির সামনে দেখা যাবে ৬.৫৯ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই স্ক্রিন HDR সাপোর্ট করবে। আবার এতে IP68 ও IP69 রেটিং থাকায় জল ও ধুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।
ক্যামেরা বিভাগে iQOO Z11 Turbo স্মার্টফোনের পিছনে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ড সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, একবার চার্জে হ্যান্ডসেটটি দীর্ঘ সময় ব্যাকআপ দিতে পারে। এছাড়া রয়েছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

