মোবাইল

চার্জ ফুরোনোর চিন্তা থেকে অবশেষে মুক্তি, বিশাল ব্যাটারি দিয়ে দুর্দান্ত ফোন লঞ্চ করল iQOO

Published on:

Iqoo z9 turbo endurance edition launched in china with snapdragon 8s gen 3 chipset 6400mah battery

ইতিমধ্যেই নতুন বছরে নিজেদের প্রথম ফোন লঞ্চ করেছে রেডমি। এবার চীনের আরেক ব্র্যান্ড আইকো একটি নিউ এডিশন স্মার্টফোন নিয়ে হাজির হল। সংস্থার তরফে iQOO Z9 Turbo Endurance এডিশন লঞ্চের ঘোষণা করা হয়েছে। এটি গত বছর এপ্রিলে লঞ্চ হওয়া iQOO Z9 Turbo-এর উন্নত সংস্করণ হিসাবে এসেছে। এতে পারফরম্যান্সের উপর জোর দেওয়া হয়েছে। থাকছে Snapdragon 8s Gen 3 প্রসেসর, 6,400mah ব্যাটারি, 144hz রিফ্রেশ রেট, 80W চার্জিং, প্রভৃতি।

iQOO Z9 Turbo Endurance এডিশনের দাম এবং স্পেসিফিকেশন

iQOO জেড9 টার্বো এনড্যুরান্স এডিশনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি 2800×1260 পিক্সেল রেজোলিউশন, 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এইচডিআর10+, ডলবি ভিশন ও ডিসি ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। ফোনে স্ন্যাপড্রাগন 8এস জেন3 প্রসেসর ও অ্যাড্রিনো 735 জিপিইউ বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে বিশাল 6400 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।

WhatsApp Community Join Now

ফটোগ্রাফির কথা বললে, আইকো এই ফোনের পিছনে 50 মেগাপিক্সেল Sony LYT-600 ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ব্যবহার করেছে। ফ্রন্টে মিলবে 16 মেগাপিক্সেল ক্যামেরা। সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি চলবে Android 15 নির্ভর Origin OS 5-এ। অন্যান্য ফিচার্সের মধ্যে উপস্থিত স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর, IP64 রেটিং এবং এনএফসি।

আইকো Z9 টার্বো এনড্যুরান্স এডিশন একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 12 জিবি + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 1,899 ইউয়ান (প্রায় 22,320 টাকা) এবং 2,099 ইউয়ান (25,845) টাকা। অন্যদিকে, 12 জিবি + 512 জিবি ও 16 জিবি + 512 জিবি স্টোরেজ মডেলের মূল্য যথাক্রমে 2,199 ইউয়ান (25,845 টাকা) ও 2,399 ইউয়ান (28,200 টাকা)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন