অরা লাইট ক্যামেরা ও 3D কার্ভড ডিসপ্লের iQOO Z9s 5G বাম্পার ডিসকাউন্ট অফারে, কত সস্তায় কিনতে পারবেন

3D কার্ভড ডিসপ্লের ফোন কিনতে চাইলে অ্যামাজনের ডিল একদম হাতছাড়া করবেন না। এই ডিলটি iQOO Z9s 5G এর উপর পাওয়া যাচ্ছে। ফোনটির 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে এখন 20 হাজার টাকার কমে অর্থাৎ 19,999 টাকায় তালিকাভুক্ত আছে। আবার এর সাথে 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরজন্য এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
এছাড়া ব্যাঙ্ক অফ বরোদা এবং ফেডারেল ব্যাঙ্কের কার্ডে 1,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, iQOO Z9s 5G কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 18,950 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরনো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির ওপর নির্ভর করবে।
ফিচার এবং স্পেসিফিকেশন
আইকো Z9s 5G ফোনে 1080×2392 পিক্সেল রেজোলিউশনের 6.77 ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল 1800 নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য ডিভাইসে ডাইমেনসিটি 7300 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে Aura লাইট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।
এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল মেইন লেন্স সহ 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ফোনের ব্যাটারি ক্যাপাসিটি 5500mAh, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।
অপারেটিং সিস্টেমের কথা বললে, এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম স্কিন উপস্থিত। আইকোর এই হ্যান্ডসেটে IP64 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং পাওয়া যাবে।