অতি সাশ্রয়ী মূল্যে Itel A100C বাজারে হাজির, 12 জিবি র‌্যাম সহ আছে পাওয়ারফুল ব্যাটারি

আইটেল বাজেট রেঞ্জে নতুন স্মার্টফোন লঞ্চ করল। এর নাম Itel A100C। এই ফোনটির ডিজাইন অনেকটাই আসন্ন ফ্ল্যাগশিপ OnePlus 15 এর মতো। এর এজ থেকে শুরু করে ক্যামেরা মডিউল, প্রায় সবক্ষেত্রে অনুরূপ ডিজাইন দেখতে পাওয়া যায়। এই সাদৃশ্যটি মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হলেও, Itel A100C সম্পূর্ণ ভিন্ন ইউজারদের জন্য তৈরি। এটি মূলত বাজেট ক্রেতাদের লক্ষ্য করে আনা হয়েছে। যারা দীর্ঘ ব্যাটারি লাইফ, ভাল পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যে দৈনন্দিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় ফিচার চান তাদের জন্য এই ডিভাইসটি একটি ভালো বিকল্প।

Itel A100C এর স্পেসিফিকেশন ও ফিচার

Itel A100C ফোনে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭২০×১,৬১২ রেজোলিউশন সহ ৬.৬ ইঞ্চির ডিসপ্লে। এটি ৮ বিট স্ক্রিন, ৪০০ নিট ব্রাইটনেস এবং ৯০% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে।

প্রসেসর ও র‍্যাম

Itel A100C হ্যান্ডসেটে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে ইউনিসক টি৭১০০ অক্টা-কোর প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত মেমরি (৪ জিবি ফিজিক্যাল + ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। এটি অ্যান্ড্রয়েড ১৫ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলে, যার ওপরে আইটেল ওএস ১৫ কাস্টম স্কিন রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩২ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই, ২৭.৭ ঘন্টা কল টাইম অথবা ৮.৫ ঘন্টা গেমিং এক্সপেরিয়েন্স প্রদান করে বলে দাবি করা হয়েছে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। Itel A100C মডেলে মিলিটারি-গ্রেড MIL-STD-810H রেটিং রয়েছে।

এদিকে সদ্য লঞ্চ হওয়া এই ডিভাইসে পাওয়া যাবে আল্ট্রালিংক। এটি হল এমন একটি বৈশিষ্ট্য যা ব্যবহারকারীদের ওয়াই-ফাই বা সেলুলার সংযোগ ছাড়াই ব্লুটুথ-ভিত্তিক কল এবং মেসেজ করতে দেয়। আরও ভাল অডিও মানের জন্য ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সাপোর্ট, সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক এবং ডিটিএস-টিউনড সাউন্ড রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Itel A100C ফোনের ক্যামেরা সেটআপে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। এটি পিওর ব্ল্যাক, টাইটানিয়াম গোল্ড, ব্লেজ ব্লু এবং সিল্ক গ্রিন কালার অপশনে বেছে নেওয়া যাবে। Itel A100C ৮.৪৯ মিলিমিটার স্লিম। তবে, ডিভাইসটির দাম সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।