মোবাইল

আইটেল 7000 টাকার কমে ভারতে লঞ্চ করল নতুন ফোন, 8 জিবি র‌্যাম সহ রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Updated on:

Itel a80 launched in india price rs 6999 with 8gb ram 50mp camera 120hz display specifications

আইটেল তাদের নতুন স্মার্টফোন itel A80 আজ ভারতে লঞ্চ করল। এর দাম রাখা হয়েছে 7000 টাকার কম। এতে ফিজিক্যাল র‌্যামের পাশাপাশি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে, যারপর মোট র‌্যাম হবে 8 জিবি। আইটেলের সাশ্রয়ী মূল্যের এই ফোনটি একাধিক দুর্দান্ত ফিচার অফার করে। itel A80 ডিভাইসে আছে 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে। এই ফোনের সাথে 3 বছরের ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা পাবেন ক্রেতারা। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

itel A80 এর দাম

আইটেল A80 এর 8 জিবি র‌্যাম (4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ভার্চুয়াল) এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6,999 টাকা। দেশের প্রধান প্রধান রিটেল আউটলেট ও অ্যামাজন থেকে এটি কেনা যাবে। ফোনটি স্যান্ডস্টোন ব্ল্যাক, গ্লেসিয়ার হোয়াইট এবং ওয়েভ ব্লু কালারে রঙে পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

itel A80 এর ফিচার ও স্পেসিফিকেশন

আইটেল A80 ফোনে 6.67 ইঞ্চি HD+ ডিসপ্লে দিচ্ছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাঞ্চ হোল ডিজাইনের এই ডিসপ্লেতে ডাইনামিক বারও পাওয়া যাবে। এই ডিভাইসে 4 জিবি ফিজিক্যাল র‌্যাম রয়েছে। এছাড়াও 4 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম দেওয়া হয়েছে। এর ফলে ফোনের মোট র‌্যাম বেড়ে দাঁড়ায় 8 জিবি। এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ইউনিসক T603 চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, আইটেল A80 ফোনের পিছনে ফ্ল্যাশসহ 50-মেগাপিক্সেল সুপার এইচডিআর প্রধান ক্যামেরা বর্তমান। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 10W সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 গো কাস্টম স্কিনে চলবে।

বায়োমেট্রিক সিকিউরিটির জন্য itel A80 ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। এছাড়া ফেস আনলক ফিচারও রয়েছে। হ্যান্ডসেটটি IP54 ডাস্ট এবং স্প্ল্যাশ প্রুফ রেটিং সহ এসেছে। বলে রাখি, ডিভাইসটি কেনার 100 দিনের মধ্যে বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধাও রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন