চলতি বছরের মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল itel A90 স্মার্টফোন। যার দাম ছিল মাত্র ৬,৪৯৯ টাকা। এবার এর লিমিটেড এডিশন ভ্যারিয়েন্ট বাজারে আসতে চলেছে। আসন্ন এই মডেলে থাকবে অনেক নতুন ফিচার। আর ডিজাইনের ক্ষেত্রেও itel A90 Limited Edition ও মূল মডেলের মধ্যে পার্থক্য থাকবে। সম্প্রতি এর ছবি ফাঁস হয়েছে। যেখান থেকে এর ব্যাক প্যানেলে অবস্থিত ক্যামেরা মডিউলের ডিজাইন সামনে এসেছে।
গিজমোচাইনা তাদের প্রতিবেদনে itel A90 Limited Edition এর ছবি শেয়ার করেছে। এই ছবি থেকে ফোনের রিয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন স্পষ্ট বোঝা গেছে। ডিভাইসটির রিয়ার ক্যামেরার ডিজাইন অনেকটা iPhone 17 সিরিজের মতো হবে। অর্থাৎ সাশ্রয়ী মূল্যে আসলেও হ্যান্ডসেটটি প্রিমিয়াম ফিল দেবে।
আইটেল এ৯০ লিমিটেড এডিশনে আইপি৫৪ রেটিং থাকবে, যা ধুলো ও জল থেকে নিরাপত্তা দেবে। এছাড়া এতে পাওয়া যাবে আইটেলের নিজস্ব AI Voice Assistant, যার নাম এভানা (Avana)। এই অ্যাসিস্ট্যান্ট দিয়ে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন, গ্যালারির ছবি নিয়ে তথ্য জানতে পারবেন কিংবা ঝটপট অঙ্কের জঠিল সমাধান পেয়ে যাবেন
জানা গেছে, itel A90 Limited Edition মডেলে ডিটিএস সাউন্ড প্রযুক্তি দেওয়া হবে। ফোনটি ৩ জিবি ও ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ আসবে। বাজারে এটি সেপ্টেম্বরেই আসতে পারে বলে অনুমান।
মূল itel A90-এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৪৯৯ টাকা এবং ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৬,৯৯৯ টাকা। ফিচার হিসেবে এতে আছে ৬.৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ইউনিসক টি৭১০০ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশন। ফটোগ্রাফির জন্য এই মডেলে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.