বাজেটের মধ্যে লঞ্চ হল Vivo Y19s GT 5G, বড় ব্যাটারি সহ রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

ভিভো চুপিচুপি আজ ইন্দোনেশিয়ায় লঞ্চ করল Vivo Y19s GT 5G স্মার্টফোন। এর দাম শুরু হয়েছে প্রায় ১০,৫০০ টাকা থেকে। নামের মধ্যে ‘GT’ থাকলে সাধারণত আমরা গেমিং বা হাই পারফরম্যান্সের ফোন ভাবি, তবে ভিভোর এই ডিভাইসে তেমন আকর্ষণীয় হার্ডওয়্যার নেই। এতে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং মিলিটারি-গ্রেড ডিজাইন। আসুন Vivo Y19s GT 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Vivo Y19s GT 5G এর দাম ও উপলব্ধতা

ইন্দোনেশিয়ায় ভিভো ওয়াই১৯এস জিটি ৫জি দাম শুরু হয়েছে ১,৯৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় ১০,৫০০ টাকা)। এই মূল্য ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,১৯৯,০০০ ইন্দোনেশিয়ান রুপিয়া (প্রায় ১১,৬০০ টাকা)। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ২,৩৯৯,০০০ রুপিয়া ( প্রায় ১২,৬০০ টাকা)। ফোনটি পাওয়া যাবে দুটি কালার অপশনে – জেড গ্রিন আর ক্রিস্টাল পার্পেল।

Vivo Y19s GT 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই১৯এস জিটি ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস LCD স্ক্রিন, যার রেজোলিউশন ১৬০০ x ৭২০ পিক্সেল এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৫৭০ নিটস। রিফ্রেশ রেট ৯০ হার্টজ। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ভিভো ওয়াই১৯এস জিটি ৫জি ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত eMMC 5.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ডিভাইসে এক্সটেন্ডেড র‌্যাম ফিচারও সাপোর্ট করবে, ফলে স্টোরেজের কিছুটা অংশ র‌্যাম হিসেবে ব্যবহার করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Vivo Y19s GT 5G এর সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান, যদিও দ্বিতীয় সেন্সরটি সম্পর্কে কিছু জানা যায়নি। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।

Vivo Y19s GT 5G ফোনটি IP64 রেটিং সহ এসেছে, অর্থাৎ ধুলো আর জল কিছুটা প্রতিরোধ করতে পারবে। এটি MIL-STD-810H সার্টিফিকেশন সহ এসেছে। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৫জি, ডুয়েল সিম, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ, এনএফসি ও ইউএসবি টাইপ সি পোর্ট।