10 হাজার টাকার কমে 12 জিবি র‌্যাম ও 50 মেগাপিক্সেল ক্যামেরার ফোন, itel A95 5G + AI কিনবেন নাকি

আপনার বাজেট যদি ১০,০০০ টাকার কাছাকাছি হয় এবং আপনি এই রেঞ্জে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন খোঁজ করে থাকেন, তাহলে itel A95 5G + AI মডেলটি বেছে নিতে পারেন। ১০ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হওয়া এই স্মার্টফোনে রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। এর সাথে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা। এছাড়া ডিভাইসটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। সবচেয়ে বড় কথা, এই সস্তা হ্যান্ডসেটে একাধিক AI ফিচার উপস্থিত। আসুন স্মার্টফোনটি কোথা থেকে কিনবেন জেনে নেওয়া যাক।

itel A95 5G + AI এর দাম, লভ্যতা ও অফার

অ্যামাজনে itel A95 5G + AI এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,১৯৯ টাকা। এতে ৬ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আপনি চইলে ফোনটি আরও কম দামে কিনতে পারবেন। এরজন্য অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ৫০৯ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

শক্তিশালী প্রসেসর এবং স্লিম ডিজাইন

আইটেল এ৯৫ ৫জি প্লাস এআই মডেলে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি মাত্র ৭.৮ মিমি পুরু। এতে অনেক এআই জেনারেটিভ ফিচার উপস্থিত।

ডিসপ্লে

এই আইটেল ফোনের সামনে দেখা যাবে পাঞ্চ-হোল ডিজাইন সহ ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

এআই ক্যামেরা

ফটোগ্রাফির জন্য আইটেল এ৯৫ ৫জি প্লাস এআই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল এআই প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি

itel A95 5G + AI স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে আইআর ব্লাস্টারও দেওয়া হয়েছে।

আইপি৫৪ রেজিস্ট্যান্স রেটিং

itel A95 5G + AI হ্যান্ডসেটে আইপি৫৪ ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং রয়েছে।