মোবাইল

কমদামি স্মার্টফোনের জগতে AI বিপ্লব ঘটাতে চলেছে আইটেল

Published on:

itel confirms to launch new budget smartphone with ai features in india

বাজেট স্মার্টফোন ব্র্যান্ড আইটেল (itel) তাদের আসন্ন এআই-চালিত ফোনের মাধ্যমে ভারতীয় বাজারে আলোড়ন ফেলার প্রস্তুতি নিচ্ছে, যা আগামী মাসে লঞ্চ হতে চলেছে। নতুন স্মার্টফোনটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বৈশিষ্ট্য, শক্তিশালী পারফরম্যান্স এবং স্লিম ডিজাইনের প্রতিশ্রুতি দিয়েছে। একই সাথে বলা হয়েছে যে এটি সাশ্রয়ী মূল্য বজায় রাখবে।

আইটেল আনছে AI চালিত বাজেট স্মার্টফোন

আইটেলের পরিকল্পনা ও কৌশল নিয়ে ওয়াকিবহল সূত্র জানাচ্ছে, আইটেলের নতুন ফোনটি তার মূল্য সীমার মধ্যে এআই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অগ্রণী হবে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এআই চালিত জেনারেটিভ ক্ষমতা থাকতে পারে, যার মধ্যে রয়েছে রিয়েল টাইম অনুবাদ, টেক্সট জেনারেশন এবং উন্নত কন্টেন্ট ডিসকভারি – যা বর্তমানে বাজেট স্মার্টফোনে খুব কম দেখা যায়।

ফোনটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল স্লিম প্রোফাইল। এটি ৭.৮ মিমি পাতলা হবে৷ আইটেলের লক্ষ্য হল নান্দনিকতার সাথে ব্যবহারিক কার্যকারিতার সমন্বয় করা, যা ব্যবহারকারীদের একটি দৃষ্টিনন্দন এবং নির্ভরযোগ্যভাবে কর্মক্ষমতা প্রদান করবে। আইটেল আসন্ন ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর এবং ১২০ হার্টজ স্মুদ পাঞ্চ-হোল ডিসপ্লে ব্যবহার করবে বলে জানা গিয়েছে।

আইটেল এখনও নতুন ফোনের নাম বা লঞ্চের তারিখ প্রকাশ করেনি তবে এটি বাজেট স্মার্টফোনের জগতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে, যা একে বছরের অন্যতম বহু প্রত্যাশিত লঞ্চ তুলবে। এই যুগান্তকারী ডিভাইস সম্পর্কে খুব শীঘ্রই আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।