ট্রিপল সিম সাপোর্ট সহ itel King Signal বাজারে লঞ্চ হল, ফুল চার্জে চলবে ৩৩ দিন

itel King Signal ফিচার ফোন ভারতে লঞ্চ হল। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ভালো নেটওয়ার্ক কভারেজ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এরজন্য এতে সিলভার প্লেট সিগন্যাল এনহ্যান্সমেন্ট টেকনোলজি উপস্থিত। এই টেকনোলজি খারাপ নেটওয়ার্ক কাভারেজ অঞ্চলেও ৫১০ শতাংশ পর্যন্ত দীর্ঘ কলের সময় এবং ৬২ শতাংশ দ্রুত কানেক্টিভিটি অফার করে। ডিভাইসটির দাম রাখা হয়েছে ১,৫০০ টাকার কম। আসুন itel King Signal এর ফিচার, স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
itel King Signal এর ফিচার ও স্পেসিফিকেশন
আইটেল কিং সিগন্যাল ফোনে ২ ইঞ্চি ডিসপ্লে আছে। এতে ১৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে। এতে টাইপ সি চার্জিং ব্যবস্থা আছে। এই ডিভাইস কেভলার টেক্সচার ফিনিশ এবং ৪০ ডিগ্রি থেকে ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা প্রতিরোধী রেটিং সহ এসেছে।
আইটেল কিং সিগন্যাল হ্যান্ডসেটে ট্রিপল সিম স্লট উপস্থিত। এতে ভিজিএ ক্যামেরা ও ৩২ জিবি পর্যন্ত এক্সটার্নাল স্টোরেজ সাপোর্ট, রেকর্ডিং সহ ওয়্যারলেস এফএম, কিং ভয়েস, টর্চ, মিউজিক ও ভিডিও প্লেব্যাক এবং অটো কল রেকর্ড ফিচার দেওয়া হয়েছে। এতে ২০০০ কন্টাক্ট ও ৫০০ মেসেজ সেভ রাখা যাবে।
itel King Signal এর দাম ও উপলব্ধতা
আইটেল কিং সিগন্যাল এর দাম রাখা হয়েছে ১,৩৯৯ টাকা। এটি আর্মি গ্রিন, ব্ল্যাক ও পার্পেল রেড কালার অপশনে পাওয়া যাবে। এর সাথে ১৩ মাসের ওয়ারেন্টি এবং কেনার পর ১১১ দিন পর্যন্ত ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে।