মোবাইল

6000 টাকার কমে 12 জিবি র‌্যাম সহ ডুয়েল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি, সেল আগামী সপ্তাহে

Published on:

Itel zeno 10 first sale date confirmed 9 January 2025 from amazon

itel Zeno 10 Sale: আইটেল তাদের নতুন ফোন বাজারে আনতে চলেছে। এই ডিভাইসের নাম আইটেল জেনো 10। আজ স্মার্টফোনটির ল্যান্ডিং পেজ অ্যামাজনে লাইভ হয়েছে। এখান থেকে ডিভাইসটি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যও সামনে এসেছে। আজ অফিসিয়ালি নিশ্চিত করা হয়েছে যে, এই ডিভাইসটি 9 জানুয়ারি দুপুর 12 টায় ভারতে সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। পাশাপাশি এর ডিসপ্লে সাইজ, স্টোরেজ অপশন এবং কালার অপশন সম্পর্কে জানা গেছে।

itel Zeno 10 এর ফিচার

ডিসপ্লে: আইটেল জেনো 10 স্মার্টফোনে থাকবে 6.6 ইঞ্চি আইপিএস এইচডি+ ডিসপ্লে। এই ডিসপ্লে ডায়নামিক আইল্যান্ড মতো ফিচারের সাথে আসবে।

WhatsApp Community Join Now

র‌্যাম ও স্টোরেজ: এই ফোনে 4 জিবি ফিজিক্যাল র‌্যাম এবং 8 জিবি ভার্চুয়াল র‌্যাম থাকবে এবং এটি 64 জিবি ইন্টারনাল স্টোরেজ স্টোরেজ সহ আসবে।

কালার অপশন: ডিভাইসটি রেড এবং হোয়াইট ডিজাইনের সাথে ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে, এর পাশাপাশি এটি পার্পেল এবং গ্রীন কালারে আসবে।

ক্যামেরা: আইটেল জেনো 10 ফোনের পিছনে তিনটি বৃত্তাকার ইউনিট উপস্থিত। এরমধ্যে দুটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশলাইট থাকবে।

দাম: আইটেল জেনো 10 এর দাম ভারতে 5XXX টাকা রাখা হবে বলে অ্যামাজনের মাইক্রোসাইটে নিশ্চিত করা হয়েছে।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে আইটেল জেনো 10 ফোনে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম থাকবে। এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে। সঙ্গে থাকবে খুব স্টাইলিশ প্যাকেজ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন