মোবাইল

itel Zeno 10 ভারতে 12 জিবি পর্যন্ত র‌্যাম সহ লঞ্চ হল, দাম মাত্র 6499 টাকা

Published on:

Itel zeno 10 launched in india with 12gb ram 5000mah battery price specifications

ভারতে লঞ্চ হল itel Zeno 10 স্মার্টফোন। এর দাম শুরু হয়েছে 5,999 টাকা থেকে। যারা অতি সস্তায় বেশি র‌্যামের ফোন খোঁজ করছেন তাদের জন্য এটি আদর্শ হতে পারে। বেশি র‌্যাম ছাড়াও itel Zeno 10 এর ডিজাইন নজরকাড়া এবং এতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। আর লঞ্চের দিন থেকেই এর বিক্রি শুরু হয়েছে। আইটেলের নতুন এই ফোন দুটি কনফিগারেশনে পাওয়া যাবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

itel Zeno 10 এর বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম

আইটেল জেনো 10 এর 3 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 টাকা। মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে এর মোট র‌্যাম হবে 8 জিবি (3 জিবি+ 5 জিবি)। ফোনটির টপ-এন্ড ভ্যারিয়েন্টে রয়েছে 4 জিবি ফিজিক্যাল র‌্যাম ও 64 জিবি স্টোরেজ। এতে 8 জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে, অর্থাৎ মোট র‌্যাম হবে 12 জিবি, এর দাম 6,499 টাকা। ডিভাইসটি ওপাল পার্পল এবং ফ্যান্টম ক্রিস্টাল কালারে এসেছে। ফোনটি অ্যামাজন থেকে কেনা যাচ্ছে।

WhatsApp Community Join Now

অফারে আরও সস্তায় কেনা যাবে itel Zeno 10

অফারে আইটেল জেনো 10 ফোনের 3 জিবি র‌্যাম মডেলটি 5,699 টাকায় এবং 4 জিবি র‌্যাম মডেলটি 5,999 টাকায় কেনা যাবে। অ্যামাজন এর সাথে এক্সচেঞ্জ অফারও রয়েছে।

itel Zeno 10 এর ফিচার ও স্পেসিফিকেশন

আইটেল জেনো 10 ফোনে আছে 6.6 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। প্রয়োজনীয় তথ্য দেখানোর জন্য এতে ডায়নামিক বার পাওয়া যাবে। ডিভাইসের ব্যাক প্যানেলে রয়েছে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল, যাতে এলইডি ফ্ল্যাশসহ দুটি রিয়ার ক্যামেরা উপস্থিত। এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন 8 মেগাপিক্সেল। রিয়ার ক্যামেরায় এইচডিআর মোড, এআই শট, পোর্ট্রেট মোড, ওয়াইড মোড এবং আরও অনেক মোড সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আইটেল জেনো 10 ডিভাইসে পারফরম্যান্সের জন্য অক্টাকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম রয়েছে। এই স্মার্টফোনে চার্জিংয়ের জন্য টাইপ-সি পোর্ট উপলব্ধ এবং ফোনটি 5000mAh ব্যাটারি সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

itel Zeno 10 ফোনের সাথে আকর্ষণীয় ব্যাক কভার বিনামূল্যে পাওয়া যাবে। ব্যাক প্যানেলগুলি দেখতে বেশ সুন্দর। এর ব্যাক কভারে তরঙ্গের মতো প্যাটার্ন দেখা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন