বাজারে এখন কম বাজেটের মধ্যে উন্নত ফিচারের ফোন পাওয়া অসম্ভব বলেই মনে হয়। তবে itel এই ধারণা ভেঙে দিয়ে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন itel Zeno 10। নয়া এই হ্যান্ডসেটে আধুনিক ডিজাইন ও চমৎকার ফিচার পাওয়া যাবে। আর এর দাম রাখা হয়েছে মাত্র ৫৫০০ টাকার কাছাকাছি।
দাম কম থাকলেও itel Zeno 10 ফোনে আছে ‘ডাইনামিক বার’ ফিচার, যা iPhone-এর ‘ডাইনামিক আইল্যান্ড’-এর অনুকরণে তৈরি। সাধারণত মিড রেঞ্জ ডিভাইসেই এমন প্রযুক্তি দেখা যায়, কিন্তু itel Zeno 10 সাশ্রয়ী মূল্যেই প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে।
আইটেল জেনো ১০ এই মুহূর্তে অ্যামাজনে মাত্র ৫,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে রয়েছে ৪০০ টাকার কুপন ডিসকাউন্ট। এর পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে দেওয়া হচ্ছে অতিরিক্ত ছাড়। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ৫,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলতে পারে। তবে মনে রাখবেন যে, এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরানো ফোনের ব্র্যান্ড ও অবস্থার উপর।
আইটেল জেনো ১০ স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি HD+ ডিসপ্লে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Unisoc T606 প্রসেসর। এতে পাওয়া যাবে ৩ জিবি ফিজিক্যাল র্যাম, তবে ভার্চুয়াল RAM প্রযুক্তির সাহায্যে এর র্যাম ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর সাথে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.