লাভা বিগত কয়েকমাস ধরে দুর্দান্ত ফিচারের বেশ কয়েকটি স্মার্টফোন বাজারে এনেছে। এরমধ্যে একটি হল Lava Agni 3 5G। ডুয়েল স্ক্রিন ও ইউনিক ডিজাইনের সাথে আসা এই ফোনটি ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে। এতে iPhone 15 Pro এবং iPhone 16 সিরিজের মতো অ্যাকশন বাটনও আছে। আপনি যদি এতসব শুনে উত্তেজিত হয়ে পড়েন তাহলে দাঁড়ান! আনন্দিত হওয়ার আরও কারণ আছে। অ্যামাজন এখন লিমিটেড টাইম ডিলে লাভার এই লেটেস্ট ফোনটি ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ে বিক্রি করছে। ফলে অনেক সস্তায় Lava Agni 3 5G আপনার হতে পারে।
লাভ অগ্নি ৩ ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং চার্জার ছাড়া ভ্যারিয়েন্ট অ্যামাজনে ২০,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। তবে এর সাথে ৪,০০০ টাকা ডিসকাউন্ট কুপন পাওয়া যাচ্ছে। এরপর এটি ১৬,৯৯৮ টাকায় কেনা যাবে। এছাড়া এর সথে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ফোনের সাথে ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
লাভ অগ্নি ৩ ৫জি এর সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি 1.5K 3D কার্ভড প্রাইমারি ডিসপ্লে আছে। এর পিছনে রয়েছে ১.৭৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভার্চুয়াল র্যাম ফিচারের মাধ্যমে এর র্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনে ওআইএস + ইআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম + ইআইএস সহ ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা উপস্থিত। সেলফির জন্য ইআইএস সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। Lava Agni 3 ফোনে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ডলবি অ্যাটমস এবং আইফোনের মতো অ্যাকশন বাটন রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.