Lava Agni 4 ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭০০০mAh ব্যাটারি সহ বাজার কাঁপাতে আসছে

লাভা এবার অগ্নি সিরিজের নতুন স্মার্টফোন হিসেবে Lava Agni 4 লঞ্চ করতে চলেছে। এটি গত বছরের অক্টোবরে আসা Lava Agni 3-র উত্তরসূরি হবে। এই ডিভাইসটির পিছনে সেকেন্ডারি ডিসপ্লে ও অ্যাকশন বাটন দেওয়া হয়েছিল। তবে রিপোর্ট অনুযায়ী, Lava Agni 4 মডেলটি পূর্বসূরির তুলনায় কিছুটা সরল ডিজাইন সহ আসবে। যদিও ফিচারে কোনো কমতি থাকবে না। সম্প্রতি এই ফোনের ডিজাইন সহ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Lava Agni 4 এর ডিজাইন ফাঁস
টিপস্টার যোগেশ ব্রার সম্প্রতি ৯১মোবাইলস এর সাথে লাভা অগ্নি ৪ এর রেন্ডার শেয়ার করেছেন। রেন্ডার ছবিগুলি থেকে জানা গেছে, এতে LG ফোনের মতো পিল-আকৃতির ক্যামেরা মডিউল থাকবে। পিছনে পাওয়া যাবে ডুয়েল ক্যামেরা সেটআপ, দুই পাশে দেখা যাবে ক্যামেরা সেন্সর আর মাঝখানে LED ফ্ল্যাশ। আর ক্যামেরা ঘিরে থাকবে মেটাল ফ্রেম। রেন্ডারে স্মার্টফোনটিকে সাদা রংয়ে দেখা গেছে। আর এই মডেলে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে।
Lava Agni 4 এর ফিচার ও স্পেসিফিকেশন
টিপস্টার জানিয়েছেন, লাভা অগ্নি ৪ হ্যান্ডসেটে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। একই ধরনের ডিসপ্লে অগ্নি ৩ মডেলেও ছিল, যদিও আসন্ন ডিভাইসের ডিসপ্লের পিক ব্রাইটনেস বা HDR সাপোর্ট সম্পর্কে কিছু জানা যায়নি।
পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট ব্যবহার করা হবে, যা ৪এনএম আর্কিটেকচারে তৈরি। Lava Agni 4 স্মার্টফোনে UFS 4.0 স্টোরেজ থাকতে পারে। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যেতে পারে দুটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হতে পারে ৭০০০ এমএএইচ ব্যাটারি। জানিয়ে রাখি, Agni 3 মডেলে ছিল ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি।
আশা করা হচ্ছে, Lava Agni 4-এর দাম ২৫ হাজার টাকার মধ্যে রাখা হবে। তবে এর লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। আমাদের অনুমান, আগামী মাসের শুরুতে ফোনটি বাজারে আসতে পারে।
Photo Credit: 91mobiles