মোবাইল

Lava Blaze Dragon 5G ভারতে ৯৯৯৯ টাকায় লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

লাভা ভারতে‌ লঞ্চ করল তাদের নতুন 5G ফোন Lava Blaze Dragon 5G। এর দাম রাখা হয়েছে ১০০০০ টাকার কম। ডিভাইসটির মূল আকর্ষণ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও স্টক অ্যান্ড্রয়েড ১৫ সফটওয়্যার। এর পাশাপাশি Lava Blaze Dragon 5G স্মার্টফোনটি দুটি কালার অপশন ও একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর ক্রেতারা বাড়ি বসেই পরিষেবা পাবেন বলে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। আসুন হ্যান্ডসেটটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lava Blaze Dragon 5G এর দাম ও সেলের তারিখ

Lava Blaze Dragon 5G এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। ফোনটি গোল্ডেন মিস্ট ও মিডনাইট মিস্ট কালার অপশনে পাওয়া যাবে। ডিভাইসটির বিক্রি শুরু হবে আগস্ট ১ তারিখ থেকে। এটি Amazon থেকে কেনা যাবে।

অফারও আছে

সেল উপলক্ষে ক্রেতারা ১,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। এছাড়া লাভা ব্লেজ ড্রাগন ৫জি আরও ১,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস সহ কেনা যাবে। লাভা-র পক্ষ থেকে দেওয়া হবে ফ্রি হোম সার্ভিসের সুবিধাও।

Lava Blaze Dragon 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Lava Blaze Dragon 5G ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪৫০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লে 2.5D কার্ভড ডিজাইনে এসেছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি LPDDR4x র‌্যাম ও ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে। এই ডিভাইসে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

ব্যাটারি ও সফটওয়্যার

Blaze Dragon 5G স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে ভবিষ্যতে এতে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট আসবে ও দুই বছরের সিকিউরিটি প্যাচও মিলবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Lava Blaze Dragon 5G এর পিছনে ৫০ মেগাপিক্সেল AI-সাপোর্টেড প্রাইমারি সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার রয়েছে।

Tech Gup Desk

Recent Posts

BSNL, Jio ও Airtel এর সেরা কলিং ও ডেটা প্ল্যান, 180 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে দুর্দান্ত সুবিধা

অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…

13 hours ago

iQOO 15 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ ভারতে আসছে, লঞ্চের তারিখ ঘোষণা করা হল

অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…

14 hours ago

মাত্র 6799 টাকায় Samsung Galaxy M07 স্মার্টফোন, রয়েছে দারুণ ক্যামেরা ও 90Hz ডিসপ্লে

উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…

14 hours ago

300 টাকার কমে Airtel এর সেরা সাত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল সহ ডেটা ও অনেক কিছু

Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…

1 day ago

OnePlus 15 আগামীকাল লঞ্চ হচ্ছে, তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি থাকবে

OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…

1 day ago

Lava Shark 2 মাত্র 6799 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল

Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…

2 days ago

This website uses cookies.