নতুন ফোন কিনতে চান? তাহলে কয়েকটা দিন অপেক্ষা করে যান। কারণ আগামী সপ্তাহে ভারতীয় বাজারে একটি অসাধারণ 5G ফোনের বিক্রি শুরু হতে চলছে। আমরা কথা বলছি Lava Bold 5G সম্পর্কে। লাভার এই স্মার্টফোনের প্রথম সেল 8 এপ্রিল শুরু হবে। সেল উপলক্ষে ক্রেতারা 1,000 টাকা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। আসুন এই হ্যান্ডসেটের দাম ও সেল (Lava Bold 5G Sale) সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Lava Bold 5G এর দাম শুরু হয়েছে 10,499 টাকা থেকে। এটি 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। আর এর 6GB RAM + 128GB স্টোরেজ কনফিগারেশনের দাম এখনও জানা যায়নি। ডিভাইসটি সাফায়ার ব্লু কালার অপশনে এসেছে। ফোনটি 8 এপ্রিল দুপুর 12টায় অ্যামাজনে বিক্রির জন্য উপলব্ধ হবে।
স্পেসিফিকেশনের কথা বললে, লাভা বোল্ড 5G এখন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য, লাভা বোল্ড 5G ফোনে 64-মেগাপিক্সেল সোনি সেন্সরের সাথে AI-সমর্থিত রিয়ার ক্যামেরা সেটআপ আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য পাওয়া যাবে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি IP64 রেটেড বিল্ড সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই স্মার্টফোনে 33W ওয়্যারড ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.