Lava Bold N1 5G দুর্ধর্ষ লুক সহ আগামীকাল লঞ্চ হচ্ছে, থাকবে AI ক্যামেরা

চলতি বছরের জুন মাসে বাজারে এসেছিল Bold N1 ও Bold N1 Pro 4G। এবার ব্র্যান্ডটি এদের 5G ভার্সন Lava Bold N1 5G বাজারে আনতে চলেছে। আগামীকাল অর্থাৎ ৫ সেপ্টেম্বর ফোনটি ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই অ্যামাজনে ডিভাইসটির জন্য মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। অর্থাৎ লঞ্চের পরে হ্যান্ডসেটটি এই ই-কমার্স সাইট থেকে কেনা যাবে। এই মাইক্রোসাইট থেকে Lava Bold N1 5G এর ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

Lava Bold N1 5G লঞ্চ হবে আগামী ৫ সেপ্টেম্বর

অ্যামাজনের মাইক্রোসাইট থেকে জানা গেছে যে, Lava Bold N1 5G স্মার্টফোনের ট্যাগলাইন হল ‘Be Fearless’। ডিভাইসটির ব্যাক প্যানেলের ডিজাইন সামনে এসেছে। হ্যান্ডসেটটি ব্ল্যাক কালার শেড সহ আসবে। এর পিছনের প্যানেলের উপরের-বাম অংশে আয়তক্ষেত্রাকার আকৃতির রিয়ার ক্যামেরা মডিউল দেখা যাবে। ক্যামেরা মডিউলের খোদাই করা থাকবে ‘5G’ ও ‘১৩ মেগাপিক্সেল AI ক্যামেরা’ কথা দুটি।

Lava Bold N1 5G এর ডিজাইন ও ফিচার

লাভা বোল্ড এন১ ৫জি ফ্ল্যাট ডিজাইন সহ আসবে। এর ডান পাশের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে। মনে হচ্ছে এই পাওয়ার বাটনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে। যদিও এই তথ্য আমাদের অনুমান নির্ভর, কোম্পানির তরফে এই বিষয়ে এখনও কিছুই নিশ্চিত করা হয়নি।

উল্লেখ্য, গত মাসে অর্থাৎ আগস্টে, কোম্পানি ভারতে Lava Blaze AMOLED 2 5G ও Lava Play Ultra 5G মডেল দুটি লঞ্চ করে। উভয় স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। প্রথম মডেলটি ফ্লিপকার্ট ও দ্বিতীয় মডেলটি অ্যামাজন থেকে কেনা যাবে।