Lava Play Ultra ফোনে থাকবে ৬৪ মেগাপিক্সেল Sony ক্যামেরা, আগামীকাল লঞ্চের আগে সব তথ্য ফাঁস

লাভা আগামী ২০শে আগস্ট ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার নাম রাখা হবে Lava Play Ultra। এর দাম রাখা হতে পারে ১৫ হাজার টাকার কাছাকাছি। ইতিমধ্যেই জানা গেছে যে, ডিভাইসটি গেমিংপ্রেমী তরুণ প্রজন্মকে টার্গেট করে আনা হবে। যদিও লাভার তরফে এখনও এর কোনো ফিচার নিশ্চিত করা হয়নি, তবে জনপ্রিয় এক টিপস্টারের দৌলতে আজ Lava Play Ultra এর ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা ও ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস হয়েছে।
Lava Play Ultra এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ডিসপ্লে
টিপস্টার মুকুল শর্মা একটি এক্স পোস্টে জানিয়েছেন যে, লাভা প্লে আল্ট্রা ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
প্রসেসর ও স্টোরেজ
পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ব্যবহার করা হবে। এটি UFS 3.1 স্টোরেজ সহ আসবে। তবে র্যাম সম্পর্কে কিছু জানা যায়নি।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Lava Play Ultra মডেলে দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য আসন্ন হ্যান্ডসেটে ৬৪ মেগাপিক্সেল Sony IMX682 প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। ক্যামেরা মডিউলটি বর্গাকার।
গেমিং ও অন্যান্য ফিচার
গেমারদের কথা মাথায় এই স্মার্টফোনে দেওয়া হবে গেম বুস্ট মোড। এছাড়া এতে পাওয়া যাবে ডুয়েল মাইক্রোফোন (নয়েজ ক্যানসেলেশনের জন্য), ডুয়েল স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।