দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা একের পর এক ফোন বাজারে আনছে। এবার তারা Lava Shark 2 4G নামে একটি নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। যদিও কোম্পানির তরফে এর আগমনের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি, তবে ইতিমধ্যেই বেঞ্চমার্কিং ওয়েবসাইটে একে দেখা গেছে। পাশাপাশি LZX420 মডেল নম্বর সহ স্মার্টফোনটিকে IMEI ডেটাবেসেও খুঁজে পাওয়া গেছে। ফলে বলতে দ্বিধা নেই যে, Lava Shark 2 4G এর লঞ্চের সময় আগত। এটি Lava Shark 4G এর উত্তরসূরি মডেল হবে।
লাভার আসন্ন এই ফোনের নাম IMEI ডেটাবেস থেকে জানা গেছে। এখানে হ্যান্ডসেটটি LZX420 মডেল নম্বর ও Shark 2 4G নামে তালিকাভুক্ত হয়েছে। একই মডেল নম্বর সহ স্মার্টফোনটি Geekbench-এর ডেটাবেসেও উপস্থিত হয়েছে। এতে Unisoc T606 চিপসেট ব্যবহার করা হবে বলে জানা গেছে, যা এর পূর্বসূরি মডেলেও ছিল।
এখানে লাভা শার্ক ২ ৪জি মডেলটি ৪ জিবি র্যাম সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও লঞ্চের সময় এর আরও কয়েকটি র্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। আর এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গেছে। বেঞ্চমার্ক সাইটে ডিভাইসটির সিঙ্গল কোর টেস্টে স্কোর ৪২৮ এবং মাল্টি-কোর টেস্টে স্কোর ১৪৪৪।
আপাতত Lava Shark 2 4G সম্পর্কে এই তথ্যগুলিই সামনে এসেছে। আশা করা যায়, শীঘ্রই এই ফোনকে অন্যান্য সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে এর অন্যান্য স্পেসিফিকেশন সামনে আসবে।
চলতি বছরের মার্চে ভারতে লঞ্চ হয়েছিল Lava Shark 4G, যার দাম রাখা হয়েছিল ৬,৯৯৯ টাকা। এতে ছিল অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে, ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনটি IP54 রেটিং ও ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.