Lava Shark 2 5G উন্নত ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হচ্ছে

জনপ্রিয় ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা গত মে মাসে Lava Shark 5G স্মার্টফোনটিকে বাজারে এনেছিল। বর্তমানে ব্র্যান্ডটি এর উত্তরসূরি Lava Shark 2 কে এদেশে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। লঞ্চের আগে আজ লাভা এই হ্যান্ডসেটের ডিসপ্লে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এতে ৬ ইঞ্চির চেয়ে বড় প্যানেল দেওয়া হবে এবং উচ্চ রিফ্রেশ রেট সহ এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে বলে জানা গেছে। প্রসঙ্গত, কোম্পানি ইতিমধ্যেই Lava Shark 2-এর ডিজাইন এবং এর ক্যামেরা সিস্টেম সম্পর্কিত তথ্যগুলিও সামনে এনেছে।

Lava Shark 2 এর ডিসপ্লে স্পেসিফিকেশন এল প্রকাশ্যে

লাভার এক্স পোস্ট অনুসারে, Lava Shark 2 হ্যান্ডসেটে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে। প্যানেলটি এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে এবং এটি ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করবে। এর পাশাপাশি, টিজারে সামনের সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতে একটি পাঞ্চ-হোল কাটআউট দেখানো হয়েছে।

পূর্বসূরির থেকে উন্নত ডিসপ্লে

উল্লেখ্য, আসন্ন হ্যান্ডসেটের ডিসপ্লে স্পেসিফিকেশনগুলি পূর্বসূরি Lava Shark 5G-র মতোই থাকবে বলে আমাদের অনুমান। গত মে মাসে লঞ্চ হওয়া এই ফোনে ২০:৯ অ্যাস্পেক্ট রেশিও সহ ৬.৭৫ ইঞ্চি এইচডি+ (৭২০×১,৬০০ পিক্সেল) স্ক্রিন রয়েছে। তবে, এই প্যানেলটি শুধুমাত্র ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে, অর্থাৎ Lava Shark 2 এই ক্ষেত্রে উন্নত হবে।

Lava Shark 2 দুটি কালার অপশনে আসবে

এর আগে, কোম্পানি ঘোষণা করেছিল যে তাদের আসন্ন স্মার্টফোনটি দুটি কালার অপশনে পাওয়া যাবে – ব্ল্যাক এবং সিলভার। যদিও এগুলির মার্কেটিং নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে ডিভাইসের ফ্রেমের রঙ রিয়ার প্যানেলের মতো একই হবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া, Lava Shark 2 হ্যান্ডসেটের রিয়ার প্যানেলটি গ্লসি ফিনিশের সাথে আসবে বলে মনে করা হচ্ছে। টিজার ইমেজে ব্যাক প্যানেলের ওপরের বাম কোণে বর্গাকার ক্যামেরা ডেকো দেখা গেছে। আর নীচে লাভা ব্র্যান্ডিংটি উপস্থিত। উল্লেখযোগ্যভাবে, এই হ্যান্ডসেটের ক্যামেরা মডিউলটি Lava Bold N1 Pro-এর সাথে সাদৃশ্যপূর্ণ। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের এআই-এনহ্যান্সড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।

লাভার শেয়ার করা টিজার অনুসারে, Lava Shark 2 হ্যান্ডসেটের বাঁদিকে সিম ট্রের জন্য একটি স্লট রয়েছে। আর পাওয়ার ও ভলিউম বাটনগুলি ডান দিকে অবস্থিত। আগের টিজারগুলিতে ফোনটির নীচের দিকে স্পিকার গ্রিল, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্টের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। Lava Shark 2 এর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করা হলেও, ভারতে এটি কবে লঞ্চ হবে তা এখনও জানানো হয়নি।