8 হাজার টাকার কমে 8 জিবি র‌্যামের 5G ফোন, সাড়া ফেলে লঞ্চ হল Lava Shark 5G

লাভা আজ ৮ হাজার টাকার কমে 5G কানেক্টিভিটি সহ ভারতে লঞ্চ করল Lava Shark 5G স্মার্টফোন। ডিভাইসটি অফলাইন মার্কেট ও লাভা ই-স্টোর থেকে পাওয়া যাবে। ফিচার হিসেবে এতে আছে এইচডি প্লাস ডিসপ্লে, Unisoc T765 প্রসেসর, ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম ও ১৩ মেগাপিক্সেল এআই ক্যামেরা। Lava Shark 5G শক্তিশালী ব্যাটারি সহ এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lava Shark 5G এর দাম ও সেলের তারিখ

লাভা শার্ক ৫জি এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। আজ অর্থাৎ ২৩ মে থেকে এর বিক্রি শুরু হয়েছে। লাভা এই ফোনের সাথে ফ্রি হোম সার্ভিস অফার করছে। এর ফলে, যদি ফোনে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে ব্যবহারকারী ঘরে বসেই পরিষেবা পেয়ে যাবেন।

আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ 16GB র‌্যাম, লঞ্চ হল Xiaomi Civi 5 Pro ও Xiaomi 15S Pro

Lava Shark 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

লাভা শার্ক ৫জি ফোনে রয়েছে বড় ৬.৭৫ ইঞ্চি HD+ ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে Unisoc T765 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৪ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এসেছে। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যামও সাপোর্ট করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে।

আরও পড়ুন: বিনামূল্যে ফোনের ব্যাটারি বদলে দেবে Google, বিশেষ পোগ্রামে সুবিধা লক্ষ লক্ষ ব্যবহারকারীদের

ফটোগ্রাফির জন্য Lava Shark 5G মডেলে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল AI রিয়ার ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে ফোনের বক্সে ১০ ওয়াট চার্জার পাওয়া যাবে।

ডিভাইসটি IP54 ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্ট সার্টিফিকেশন প্রাপ্ত, ফলে সামান্য জল কিংবা ধুলো লাগলেও এটি ক্ষতিগ্রস্ত হবে না।

আরও পড়ুন: