মাত্র ৫২০০ টাকা থেকে স্মার্টফোন, সেলের আগেই বিরাট সস্তায় Lava Agni 3 থেকে Blaze 3

অ্যামাজন প্রাইম ডে সেল শুরু হচ্ছে ১২ জুলাই থেকে, আর এই সেল চলবে আগামী ১৪ তারিখ পর্যন্ত। তবে তার আগে দেশীয় মোবাইল ব্র্যান্ড Lava তাদের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে দারুণ এক অফার। যেখানে ব্র্যান্ডটি বিভিন্ন ক্যাটাগরির স্মার্টফোনে ৬০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। যারা 5G ফোন খুঁজছেন, বা কম দামে নির্ভরযোগ্য স্মার্টফোন নিতে চাইছেন, Lava-এর এই অফার তাদের জন্য খুব উপযোগী হবে। এর সঙ্গে রয়েছে এসবিআই এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধা।
কোন কোন Lava স্মার্টফোনে কত টাকা ছাড়ে বিক্রি হচ্ছে
Lava Agni 3
লাভা অগ্নি ৩ চার্জার ছাড়া ভার্সনটি ২০,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, এখন সেটি মাত্র ১৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে রয়েছে ৪০০০ টাকা সরাসরি ডিসকাউন্ট, ১০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট (SBI/ICICI), এবং Lava-এর তরফ থেকে অতিরিক্ত ১০০০ টাকা ছাড়। চার্জারসহ ভার্সনের দাম নেমে এসেছে ১৫,৯৯৯ টাকায়, আগে যেখানে ছিল ২২,৯৯৯ টাকা। আর টপ ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ১৭,৯৯৯ টাকায়, যার আগে দাম ছিল ২৪,৯৯৯ টাকা।
Lava O3 ও O3 Pro সিরিজ
লাভা ও৩ স্মার্টফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে ৫,৫৭৯ টাকায়, আর ৩ জিবি র্যাম ভ্যারিয়েন্ট কিনতে ৫,২১৯ টাকা খরচ হবে। অন্যদিকে, প্রো মডেলের ৬ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৫,৩৯৯ টাকায় এবং ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ৬,২৯৯ টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক অফারে আরও ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।
Lava Bold N1 Pro
লাভা বোল্ড এন১ প্রো এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন বিক্রি হচ্ছে মাত্র ৬,১১৯ টাকায়। আর এর বেস মডেল অর্থাৎ এন১ এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ৫,৩৯৯ টাকায়।
Lava Blaze 3
লাভা ব্লেজ ৩ স্মার্টফোনের দাম কমে এসেছে ১১,৪৯৯ টাকা থেকে ১০,৪৯৯ টাকায়। আর যদি আপনার কাছে SBI বা ICICI ব্যাঙ্কের কার্ড থাকে, তাহলে আরও ১০০০ টাকার ছাড় পাবেন।
Lava Storm সিরিজ
লাভা স্টর্ম লাইট ফোনের ৪ জিবি+ ৬৪ জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে ৭,১৯৯ টাকায় এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাচ্ছে ৭,৬৪৯ টাকায়। এদিকে স্টর্ম প্লে এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে ৮,৯৯৯ টাকায়। অন্যদিকে স্টর্ম ৫জি এর একই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১১,৪৯৯ টাকা। এদের সাথে ১০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট পাওয়া যাবে।