বাজেট ৮ থেকে ৯ হাজার টাকা? Lava Storm Lite 5G স্মার্টফোন হবে আপনার জন্য বেস্ট চয়েস

৮ থেকে ৮ হাজার টাকার মধ্যে ভালো পারফরম্যান্সের ফোন খোঁজ করলে আমরা আপনাকে Lava Storm Lite 5G মডেলটি সাজেস্ট করতে পারি। ভারতে এই স্মার্টফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৮,৯৯৯ টাকা। তবে অফারে অ্যামাজনে এটি এখন ৫০০ টাকা ছাড়ে কেনা যাচ্ছে। অর্থাৎ ডিভাইসটি মাত্র ৮,৪৯৯ টাকায় ঘরে আনা যাবে। আবার ব্যাঙ্ক অফারে ৪৪৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও মিলবে। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করেও অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
Lava Storm Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
Lava Storm Lite 5G এর সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। ফলে ফোনটির মোট র্যাম হবে ৮ জিবি। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ চিপসেট।
ফটোগ্রাফির জন্য লাভা স্টর্ম লাইট ৫জি এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Lava Storm Lite 5G এর অন্যান্য ফিচারের মধ্যে আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে। এটি কসমিক টাইটেনিয়াম ও অ্যাস্ট্রাল ব্লু কালার অপশনে এসেছে।