8000 টাকার কমে 50 মেগাপিক্সেল ক্যামেরার Lava Storm Lite 5G স্মার্টফোন, রয়েছে 8 জিবি র্যাম

যদি আপনি ৮,০০০ টাকার কম দামে ভালো ফিচারের ফোন কিনতে চান তাহলে Lava Storm Lite 5G মডেলটি বেছে নিতে পারেন। এই ফোনে আছে ৪ জিবি ফিজিক্যাল র্যাম এবং ৪ জিবি ভার্চুয়াল র্যাম। সাথে মিলবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি Lava Storm Lite 5G মডেলে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। আসুন ডিভাইসটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Lava Storm Lite 5G
Lava Storm Lite 5G এখন অ্যামাজন ইন্ডিয়ায় ৮,৪৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে ডিভাইসটি ৫০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট সহ এসেছে। এই ডিসকাউন্টের পর হ্যান্ডসেটটি ৭৯৯৯ টাকায় কেনা যাবে।
ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারও মিলবে
তবে শুধু ডিসকাউন্ট নয়, এর সাথে পাওয়া যাবে ৪২৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাশাপাশি দেওয়া হচ্ছে এক্সচেঞ্জ অফারের সুবিধা। এক্সচেঞ্জ ডিসকাউন্ট আপনার পুরানো স্মার্টফোনের অবস্থা এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
Lava Storm Lite 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
লাভা স্টর্ম লাইট ৫জি এর সামনে দেখা যাবে ১৬১২x৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Lava Storm Lite 5G ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

