8 জিবি র‌্যামের Lava Storm Lite 5G এখন 8000 টাকার কমে, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ব্যাটারি

যদি আপনি সাশ্রয়ী মূল্যে ৮ জিবি র‍্যামের ফোন কিনতে চান তাহলে Lava Storm Lite 5G বেছে নিতে পারেন। এই ডিভাইসটি অ্যামাজনে এখন ৮,০০০ টাকারও কম দামে বিক্রি হচ্ছে। এতে ৮ জিবি র‍্যাম (৪ জিবি ফিজিক্যাল + ৪ জিবি ভার্চুয়াল) পাওয়া যাবে। সাথে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। অ্যামাজন ইন্ডিয়াতে Lava Storm Lite 5G এর দাম রাখা হয়েছে ৮,৪৯৮ টাকা। এর সাথে ৫০০ টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Lava Storm Lite 5G এর অন্যান্য অফার

এরপর লাভার স্মার্টফোনটি ৭,৯৯৮ টাকায় পাওয়া যাবে। এর সাথে ১,২৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনি ৪২৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফারও পেতে পারেন। এর সাথে এক্সচেঞ্জ বোনাসও মিলছে। তবে Lava Storm Lite 5G কেনার সময় কত টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Lava Storm Lite 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

লাভা স্টর্ম লাইট ৫জি স্মার্টফোনে আছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ৪ জিবি ফিজিক্যাল র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এর সঙ্গে ৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যামও ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ চিপসেট দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Lava Storm Lite 5G মডেলে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। হ্যান্ডসেটটি আইপি৬৪ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে।