Vivo V60 Lite লঞ্চের আগে পেল একাধিক সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র, পাবেন 90W ফাস্ট চার্জিং

চলতি বছরের শুরুতে বাজারে এসেছিল Vivo V50 সিরিজ। আর এই সিরিজের অধীনে V50, V50e এবং V50 Lite ফোন তিনটি লঞ্চ হয়েছিল। কিন্তু সেইসময় V50 Pro মডেলটি কে আনা হয়েনি। এর পরিবর্তে V50 Lite লঞ্চ করা হয়। উত্তরসূরি সিরিজেও ভিভো একই কৌশল নিচ্ছে বলে মনে হচ্ছে। কারণ Vivo V60 Lite ডিভাইসটিকে আজ বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আর ইতিমধ্যেই কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ১২ আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে Vivo V60। যদিও এখনও প্রো মডেল নিয়ে কোনো তথ্য সামনে আসেনি।

Vivo V60 Lite বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হল

Vivo V60 Lite আজ ইন্দোনেশিয়ার SDPPI, চীনের CQC এবং ইউরোপের EEC সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। আর সব সার্টিফিকেশন সাইটে এর মডেল নম্বর দেখা গেছে V2530। SDPPI সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, ফোনটির অফিশিয়াল মার্কেটিং নাম Vivo V60 Lite। অন্যদিকে, CQC থেকে প্রকাশ করা হয়েছে যে, এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে স্মার্টফোনটি 4G নাকি 5G হবে, তা এখনও স্পষ্ট হয়নি।

Vivo V50 Lite-এর স্পেসিফিকেশন

ভিভো ভি৫০ লাইট স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ফোনটির 4G ভার্সনে ছিল স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট সহ ৮ জিবি র‌্যাম এবং ১২৮/২৫৬ জিবি স্টোরেজ। আর এর পিছনে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। অন্যদিকে, 5G মডেলে পাওয়া যাবে ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।