মোবাইল

কেবল আজকের অফার, ৪৮০০ টাকা ডিসকাউন্টে ডুয়েল স্ক্রিন ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Lava স্মার্টফোন

Updated on:

Lava top 3 smartphones blaze duo 3 agni 3 5G discount offer rupees 4800 discount offer

নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে, এটাই সঠিক সময় হতে পারে। কারণ লাভার অ্যানিভার্সারি সেলে স্মার্টফোনের উপর ৪,৮০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। কূপন কোডের মাধ্যমে এই ছাড়ের সুবিধা নেওয়া যাবে। এই অফার আজ শেষ হতে চলেছে। তাই যদি আপনি নতুন ফোন কিনতে চান, তাহলে অফার হাতছাড়া করবেন না। আসুন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে, এক নজরে দেখে নেওয়া যাক।

Lava Agni 3 5G

লাভা অগ্নি ৩ ৫জি হ্যান্ডসেটের চার্জার ছাড়া ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ২০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। তবে কুপন কোড LAVA4800 এন্টার করে এটি ৪,৮০০ টাকা ছাড়ে কেনা যাবে, যার ফলে ফোনের নতুন দাম হবে ১৬,১৯৯ টাকা। এই অফারের সুবিধা ফোনের অন্যান্য ভ্যারিয়েন্টেও পাওয়া যেতে পারে। এই ডিভাইসে প্রাইমারি স্ক্রিন ছাড়াও, পিছনের প্যানেলে ছোট স্ক্রিন উপস্থিত। উভয় স্ক্রিনে আছে অ্যামোলেড প্যানেল। এতে ডাইমেনসিটি ৭৩০০এক্স প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি আছে।

Lava Blaze Duo 5G

লাভা ব্লেজ ডুও ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট অ্যামাজনে ১৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। কুপন কোড LAVA3200 এন্টার করলে আপনি ৩,২০০ টাকা ছাড় পেয়ে যাবেন। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর, ৭৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Lava Blaze 3 5G

এই লাভা ফোনটি বাম্পার ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। কুপন কোড LAVA1600 এন্টার করে আরও ১,৬০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফিচারের কথা বললে, এতে ৯০ হার্টজ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।