যদি আপনি কমপ্যাক্ট সাইজের ফোন খোঁজ করে থাকেন, যা এক হাত দিয়ে সহজে চালানো যায়, তাহলে লাইটের নতুন ফোন আপনার জন্য আদর্শ বিকল্প হতে পারে। সংস্থার তরফে Light Phone 3 আমেরিকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনে কল, টেক্সট, নেভিগেশন এবং অ্যালার্ম সহ বেশ কয়েকটি বেসিক ফিচার পাওয়া যাবে। ডিভাইসে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩.৯২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৪৫০ প্রসেসর। এতে ব্ল্যাক এবং হোয়াইট কালার মেনু ইন্টারফেস উপস্থিত।
লাইট ফোন ৩-এর মূল্য ৭৯৯ ডলার (প্রায় ৬৮,০০০ টাকা) রাখা হয়েছে। তবে, এটি সীমিত সময়ের জন্য ৫৯৯ ডলার (প্রায় ৫২,০০০ টাকা) মূল্যে বিক্রি হবে। আপাতত ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।
লাইট ফোন ৩ ডুয়েল সিম (ন্যানো+ইসিম) সাপোর্ট সহ এসেছে এবং লাইটওএসে চলে। এতে ৩.৯২-ইঞ্চি (১০৮০x১২৪০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে। এতে সহজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে আছে, কিন্তু ক্যামেরা থেকে তোলা ছবি রঙিন হবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৪৫০ চিপসেট, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনে ৫০ মেগাপিক্সেল রিয়ার সেন্সর উপস্থিত, যা ১২ মেগাপিক্সেল ডিফল্ট ইমেজ আউটপুট দেয়। এতে পাশে দুটি শাটার বাটনও আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.