AI চাপে মেমরি বাজারে অস্থিরতা, দাম বাড়ছে স্মার্টফোন থেকে পিসির

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাজারে আগ্রহ থামার নাম নিচ্ছে না। ডেটা সেন্টার, সার্ভার ও AI ট্রেনিংয়ের চাপে মেমরি বাজারে টানাটানি পরিস্থিতি। এর প্রভাব সরাসরি পড়ছে DRAM ও NAND চিপের দামে। বাজার বিশ্লেষকদের মতে, ২০২৫ সালেই মেমরির দামে বৃদ্ধি দেখা গেছে। এমনকি ২০২৬ সালের শুরুতেও চিপের দাম আরও বাড়ছে বলে নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে।
মেমরির দামের নতুন রেকর্ড
কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালের শেষ কোয়ার্টারে DRAM মেমরির দামে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে। একটি ৬৪ জিবি RDIMM RAM, যা ২০২৫-এর তৃতীয় কোয়ার্টারে প্রায় ২৫৫ ডলারে বিক্রি হচ্ছিল, সেটি কিনতে পরের কোয়ার্টারে ৪৫০ ডলার খরচ করতে হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, দাম বৃদ্ধির গতি শীঘ্রই থামবে না। ২০২৬ সালের মার্চের মধ্যে একই RAM-এর দাম ৭০০ ডলার ছুঁতে পারে। কেউ কেউ বলছেন, ১,০০০ ডলার পেরোলেও অবাক হওয়ার কিছু থাকবে না। প্রতি জিবি মেমরির দাম ১.৯৫ ডলার পর্যন্ত যেতে পারে, যা ২০১৮ সালের সর্বোচ্চ দামের প্রায় দ্বিগুণ।
গ্রাহকদের পকেটে কোপ পড়বে
এই পরিস্থিতির প্রভাব যে ক্রেতাদের উপর পড়বে, তা বলাই বাহুল্য। CES 2026 ইভেন্ট চলাকালীন Samsung এর শীর্ষ কর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, মেমরি চিপের ঘাটতি আরও বাড়ছে এবং খুব শীঘ্রই ডিভাইসের দাম পুনর্নির্ধারণ করা হতে পারে।
Realme India-এর CMO ফ্রান্সিস ওংও একই সুরে কথা বলেছিলেন। তার মতে, ২০২৬ সালে যেসব স্মার্টফোন আসবে, একই স্পেসিফিকেশনের ২০২৫ সালের মডেলের তুলনায় সেগুলো আরও দামী হবে।

