লন্ডন-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি হল নাথিং। সম্প্রতি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এক ঘোষণা করেছে তারা। সংস্থার তরফে জানানো হয়েছে যে, ভারতে মিড-রেঞ্জ বিভাগে সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন হল Nothing Phone (3a)। এই ফোনটি ভারতে লঞ্চ এসেছে মাত্র এক মাস হয়েছে। তার মধ্যেই এমন সাফল্যে উচ্ছ্বসিত সংস্থা।
নাথিং-এর মতে, ডিজাইন, পারফরম্যান্স এবং ব্যবহারকারীর অভিজ্ঞতার উপর জোর দিয়ে Phone (3a) সিরিজটি তার সেগমেন্টের শীর্ষস্থানীয় প্রতিযোগীদের মধ্যে অন্যতম সেরা হয়ে উঠেছে। অন্যদিকে, আইডিসি ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, শিল্প-ব্যাপী স্মার্টফোন বিক্রি কমে যাওয়ার মধ্যে এই সাফল্য এসেছে।
এই মাইলফলক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, নাথিং-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ভারতীয় সভাপতি আকিস ইভানজেলিডিস বলেন, “২০২৪ সালে দ্রুততম বৃদ্ধি পাওয়া ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ার পর, আমরা আরও বেশি গতিতে ২০২৫ সালে প্রবেশ করছি। ভারতে Phone (3a) সিরিজের প্রতি সাড়া অবিশ্বাস্য, যা এটিকে এমন একটি বিভাগে অনন্য বিকল্প হিসেবে স্থান দিয়েছে যেখানে সাম্প্রতিক বছরগুলিতে খুব বেশি পরিবর্তন বা উদ্ভাবন দেখা যায়নি।”
ফ্লিপকার্টের ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ মোবাইলস অ্যান্ড ট্রাভেল স্মৃতি রবিচন্দ্রন এই প্রসঙ্গে বলেন, “বাজারে মন্দা থাকা সত্ত্বেও, গত ছয় মাসে Nothing Phone (3a) সিরিজ নিজের সেগমেন্টে সেরা অফার হিসেবে আবির্ভূত হয়েছে। নিঃসন্দেহে, Phone (3a) সিরিজটি নিজের বিভাগে বছরের সেরা প্রতিযোগীদের মধ্যে অন্যতম, যা ভারতে নাথিং’-এর বিশাল সম্ভাবনাকে পুনঃনিশ্চিত করবে এবং আকর্ষণীয় ব্র্যান্ড হিসেবে তার অবস্থানকে সুদৃঢ় করবে।”
উল্লেখ্য, নাথিং ফোন (৩এ) প্রো ডিভাইসে আছে ৬০x আল্ট্রা জুম, একটি পেরিস্কোপ ক্যামেরা, সাথে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ৪কে ভিডিয়ো রেকর্ডিং সমর্থন করে। স্ট্যান্ডার্ড ফোন (3a) মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড সনি লেন্স এবং একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দুটি মডেলেই দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৩ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ ওয়াট ফাস্ট চার্জিং। যা ২০ মিনিটেরও কম চার্জে পুরো দিনের ব্যাটারি পাওয়া নিশ্চিত করে বলে দাবি কোম্পানির।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.