সুখবর, অবশেষে Moto Edge 2023 ফোনে আসছে বহু প্রতীক্ষিত Android 15 আপডেট

Motorola Moto Edge 2023 ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। এই ডিভাইসে শীঘ্রই আসতে চলেছে Android 15 আপডেট। যদিও এই স্মার্টফোনের চেয়েও পুরানো হ্যান্ডসেটে ইতিমধ্যেই এই অ্যান্ড্রয়েড আপডেট চলে এসেছে। এবার ব্যবহারকারীদের অপেক্ষার অবসান ঘটিয়ে Moto Edge 2023 মডেলটিও নতুন অ্যান্ড্রয়েড আপডেট পাবে বলে বলে নিশ্চিত করা হয়েছে। কখন এই ফোনের জন্য নতুন আপডেট রোলআউট করা হবে আসুন জেনে নেওয়া যাক।

Moto Edge 2023 পাচ্ছে Android 15 আপডেট

জনপ্রিয় কানাডিয়ান টেলিকম কোম্পানি, টেলাস সম্প্রতি সেপ্টেম্বরে কোন কোন মডেলে সফ্টওয়্যার আপডেট আসবে তার রোডম্যাপ শেয়ার করেছে। আর এই লিস্টে জানানো হয়েছে যে, Moto Edge 2023 মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পেতে চলেছে। রোডম্যাপ অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর থেকে ডিভাইসটির জন্য নতুন আপডেট রোলআউট করা হবে।

অন্যান্য দেশে কখন আপডেট পৌঁছাবে

মনে রাখবেন, এই সময়সূচী কেবল কানাডার ব্যবহারকারীদের জন্য। অন্যান্য অঞ্চলে এই আপডেট রোলআউটের কাজ চলতি মাসের শেষের দিক থেকে শুরু হতে পারে। Moto Edge 2022 এবং Moto Edge+ 2023 মডেল দুটি ইতিমধ্যেই প্রায় এক মাস আগে অ্যান্ড্রয়েড ১৫ আপডেট পেয়েছে। এবার Edge 2023 ডিভাইসটিও দেরিতে হলেও সেই লিস্টে স্থান পেল।

Moto Edge 2023 এর জন্য শেষ বড় আপডেট

মোটো এজ ২০২৩ এর জন্য অ্যান্ড্রয়েড ১৫ হবে দ্বিতীয় বড় আপডেট। এই কারণে এটিই ফোনটির জন্য শেষ বড় আপডেট হতে পারে। কারণ মোটোরোলা এতে দুই বড় অ্যান্ড্রয়েড আপডেট দেবে বলে নিশ্চিত করেছিল। তবে এজ ২০২২ ইতিমধ্যেই তিনটি বড় আপডেটের পেয়েছে। তাই মোটোরোলা এজ ২০২৩ মডেলটিও তিনটি আপডেট পেলে অবাক হওয়ার কিছু নেই।