মোবাইল

Motorola Edge 60 Fusion নাকি Nothing Phone 3a: মিড রেঞ্জ সেগমেন্টে কোন মডেল এগিয়ে? দেখুন পার্থক্য

Published on:

Moto Edge 60 Fusion vs Nothing Phone 3a price in india comparison specifications features

মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং Nothing Phone 3a, ভারতীয় বাজারে দ্রুত ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে। কারণ উভয় ফোনেই রয়েছে দারুন ক্যামেরা সেটআপ এবং শক্তিশালী পারফরম্যান্স। কিন্তু স্পেসিফিকেশনের নিরিখে কোনটা ভাল? আসুন জেনে নেওয়া যাক।

Moto Edge 60 Fusion বনাম Nothing Phone 3a : ডিসপ্লে

মোটোরোলা এজ ৬০ ফিউশনে আছে ৬.৭ ইঞ্চির পোলড প্যানেল, যা ১.৫ কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ এবং ৪,৫০০ নিট পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করে। নাথিং ফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ৩,০০০ নিটস।

Moto Edge 60 Fusion বনাম Nothing Phone 3a : পারফরম্যান্স

মোটোরোলা এজ ৬০ ফিউশন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট দ্বারা চালিত, যা ১২ জিবি LPDDR4X র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সাপোর্ট করে। অন্যদিকে, নাথিং ফোন ৩এ-তে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৩ প্রসেসর। এতে ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে।

Moto Edge 60 Fusion বনাম Nothing Phone 3a : ক্যামেরা

৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (সনি LYT৭০০সি সেন্সর) অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং f/১.৮ অ্যাপারচার রয়েছে মোটোর ফোনে। সঙ্গে ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং সামনে রয়ের ৩২ মেগাপিক্সেল সেন্সর। নাথিং ফোন ৩এ ডিভাইসে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস), সাথে সেকেন্ডারি ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স যা ২x অপটিক্যাল জুম এবং ৩০x আল্ট্রা জুম প্রদান করে। এর সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর ১২০-ডিগ্রি ফিল্ড অফ ভিউ প্রদান করে এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Moto Edge 60 Fusion বনাম Nothing Phone 3a : ব্যাটারি

Moto Edge 60 Fusion ফোনে শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা ৬৮ ওয়াট টার্বো চার্জিং সমর্থন করে। অপরদিকে, Nothing Phone 3a ডিভাইসে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ ওয়াট তারযুক্ত চার্জিং।