মোবাইল

মোটোরোলা লঞ্চ করল Moto G 5G 2025, Moto G Power 2025 ওয়াটারপ্রুফ ফোন, মিড রেঞ্জে খাসা ফিচার

Published on:

Moto G 5G Moto G Power 2025 launched in us silently check price specifications

Moto G 2025 and Moto G Power 2025 Launched: মোটোরোলা চুপিচুপি তাদের জি সিরিজের দুটি ফোন লঞ্চ করল। এই ফোনগুলি হল Moto G 5G 2025 এবং Moto G Power 5G (2025)। উভয় ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ইসিম সাপোর্ট, ডলবি অ্যাটমস, স্টেরিও স্পিকারের সাথে ডুয়াল সিম সাপোর্ট। উভয় হ্যান্ডসেট ভেগান লেদার ফিনিশ ব্যাক প্যানেলের সাথে এসেছে। আসুন Moto G 5G 2025 এবং Moto G Power 5G (2025) এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Moto G 5G 2025 এবং Moto G Power 5G (2025) এর দাম এবং প্রাপ্যতা

WhatsApp Community Join Now

মোটো জি ৫জি ২০২৫ এর দাম ১৯৯.৯৯ ডলার (প্রায় ১৭,০০০ টাকা) থেকে শুরু হচ্ছে এবং ৩০ জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে Amazon, Motorola ওয়েবসাইট এবং অন্যান্য রিটেল আউটলেট থেকে এটি পাওয়া যাবে। আগামী ২ মে থেকে কানাডায় এর বিক্রি শুরু হবে।

আবার মোটো জি পাওয়ার ২০২৫ এর দাম ২৯৯.৯৯ ডলার (প্রায় ২৬,০০০ টাকা) এবং ৬ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হবে। আগামী ২ মে থেকে কানাডায় পাওয়া যাবে এটি।

মোটোর উভয় ডিভাইস এখনও ভারতে আসেনি এবং কবে ভারতে আসবে বা সত্যি আসবে কিনা তা এখনও জানা যায়নি।

Moto G 5G 2025, Moto G Power 2025-এর বিশেষত্ব

মোটো জি সিরিজের উভয় ফোনে যথাক্রমে ৬.৭ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চি ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এগুলিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মোটো জি পাওয়ার আইপি৬৯ ধুলো এবং জল প্রতিরোধী রেটিং এবং জি কেবল আইপি৫২ জল প্রতিরোধী রেটিং সহ এসেছে। মোটো জি পাওয়ার স্মার্টফোনটি এমআইএল-এসটিডি-৮১০এইচ সার্টিফিকেশন প্রাপ্ত, তাই এটি উপর থেকে পড়লেও ভাঙবে না। উভয়ই ৩০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং পাওয়ার ২০২৫ মডেলে অতিরিক্ত ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Moto G 5G 2025, Moto G Power 2025 এর ফিচার এবং স্পেসিফিকেশন

ক্যামেরা: মোটো জি ৫জি ২০২৫ ফোনে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আর মোটো জি পাওয়ার ২০২৫ ডিভাইসে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল (ম্যাক্রো বিকল্প সহ আল্ট্রাওয়াইড) রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ডিসপ্লে: মোটো জি ৫জি ২০২৫ হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ৩ সুরক্ষা সহ ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস LCD স্ক্রিন আছে। মোটো জি পাওয়ার ২০২৫ ডিভাইসে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস LCD স্ক্রিন উপস্থিত।

প্রসেসর: দুটি মডেলেই রয়েছে ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট।

ব্যাটারি: ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

মেমোরি: মোটো জি ৫জি ২০২৫ মডেলে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি / ১২৮ জিবি (ইউএফএস ২.২) স্টোরেজ আছে, আর মোটো জি পাওয়ার ২০২৫ ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি (ইউএফএস ২.২) স্টোরেজ সহ এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন