নতুন বছর শুরু হতেই আমজনতার জন্য দারুণ উপহার নিয়ে হাজির হচ্ছে মোটোরোলা। চলতি মাসেই লেনোভোর মালিকানাধীন সংস্থাটি ভারতে বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যার নাম Moto G05। এটি বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করেছে গত মাসে। Motorola G সিরিজের এই ফোনটি গত বছরে বাজারে আসা Moto G04-এর আপগ্রেড। ফ্লিপকার্ট একটি মাইক্রোসাইট তৈরি করে ডিভাইসটির ফার্স্ট লুক এবং বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে।
সবার আগে জানিয়ে দিই, Moto G05 আগামী 7 জানুয়ারি দুপুর 12টার সময় ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। এটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। লঞ্চ ইভেন্টে দাম সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। Moto G04 ভারতে 6,999 টাকায় লঞ্চ হয়েছিল। তাই দাম আশেপাশে থাকবে বলে আশা করা যায়।
ফ্লিপকার্টের মাইক্রোসাইট অনুযায়ী, মোটো জি05 মডেলটি 90Hz রিফ্রেশ রেট, 1,000 নিটস পিক ব্রাইটনেস, গরিলা গ্লাস 3 ও ওয়াটার টাচ প্রযুক্তি সহ 6.67-ইঞ্চি ডিসপ্লে সহ আসবে। ফোনের পিছনে ভিগান লেদার যুক্ত প্যানেল থাকবে যা সবুজ এবং লাল রঙে পাওয়া যাবে। ফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।
মোটোরোলা তাদের মোটো জি05 ফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করছে। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকছে ডলবি এটমোস, হাই-রেজ অডিও, মিডিয়াটেক হেলিও G81 প্রসেসর, ভার্চুয়াল র্যাম প্রযুক্তি, 64 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, 18 ওয়াট ফাস্ট চার্জিং সহ 5,200mah ব্যাটারি, এবং Android 15 অপারেটিং সিস্টেম।