আমজনতার বাজেটের মধ্যে সেরা ফোন নিয়ে হাজির হল মোটোরোলা। লেনোভোর মালিকানাধীন সংস্থাটি আজ ভারতে Moto G05 লঞ্চ করেছে। এটি গত বছর ফেব্রুয়ারিতে এদেশে রিলিজ হওয়া Moto G05-এর আপগ্রেড ভার্সন হিসাবে এসেছে। ফোনটিতে ভিগান লেদার ডিজাইন, পাঞ্চ-হোল ডিসপ্লে, হাই-রেস অডিও সহ ডুয়াল স্টেরিও স্পিকার, সেগমেন্টের একমাত্র Android 15 সফটওয়্যার সহ আকর্ষণীয় সব ফিচার্স রয়েছে।
মোটো জি05 ভারতে একটাই স্টোরেজ অপশনে লঞ্চ করেছে মোটোরোলা। 4 জিবি + 64 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 6,999 টাকা। স্মার্টফোনটি দুটি প্যানটোন কিউরেটেড রঙে উপলব্ধ – প্লাম রেড এবং ফরেস্ট গ্রিন। উভয় কালার ভ্যারিয়েন্টে ভেগান লেদার ফিনিশ রয়েছে। 13 জানুয়ারি দুপুর 12 টায় ফ্লিপকার্ট থেকে এক্সক্লুসিভলি মোটোরোলার এই নতুন ডিভাইস কিনতে পারবেন।
মোটো জি05-এর সামনে 6.67 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি 90 হার্টজ রিফ্রেশ রেট, 1,000 নিটস ব্রাইটনেস, এবং কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন সাপোর্ট করে। ফোনে মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম প্রসেসর বর্তমান। র্যাম ভার্চুয়ালি 12 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আবার স্টোরেজও 1 টিবি পর্যন্ত এক্সপ্যান্ড হবে।
ফটোগ্রাফির কথা বললে, ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফ্রন্টে মিলবে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা মোডের মধ্যে পাবেন পোর্ট্রেট ফটোগ্রাফি, টাইম ল্যাপস, লাইভ ফিল্টার, প্যানোরামা এবং লেভেলার। এছাড়াও, গুগল ফটো এডিটর, ম্যাজিক আনব্লার, ম্যাজিক ইরেজার এবং ম্যাজিক এডিটরের মতো অতিরিক্ত টুল মোটো জি05-কে বিভাগের অন্যান্য মডেলের থেকে এগিয়ে রেখেছে।
পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 5,200 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এটি 18 ওয়াট ফাস্ট চার্জিং অফার করে। সফটওয়্যারের দিক থেকে ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে। অন্যান্য ফিচার্সের মধ্যে উপস্থিত স্টেরিও IP52 রেটিং এবং ডলবি অ্যাটমোস প্রযুক্তি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.