মোবাইল

মাত্র 6999 টাকায় 12 জিবি র‌্যাম, Moto G05 এর সেল শুরু আজ থেকে

Published on:

Moto g05 sale starts Via Flipkart buy at rs 6999 and get 12gb ram top 5 features

মোটোরোলা গত সপ্তাহে ভারতে Moto G05 লঞ্চ হয়েছিল। এতে 6.67-ইঞ্চি এইচডি + ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম প্রসেসর ও 5200mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার রয়েছে। আজ থেকে ভারতে এর সেল শুরু হয়েছে। সেলে Moto G05 ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। আসুন এই স্মার্টফোনের দাম, সেল অফার ও সেরা 5 ফিচার জেনে নেওয়া যাক।

Moto G05 দাম এবং সেল অফার

WhatsApp Community Join Now

মোটো G05 বিক্রি আজ 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে। ফোনটি কিনতে আপনি সরাসরি ফ্লিপকার্টে যেতে পারেন। দামের কথা বললে Moto G05 এর 4 জিবি র‌্যাম + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6999 টাকা। এটি প্লাম রেড এবং ফরেস্ট গ্রিন কালার অপশনে কেনা যাবে। ডিভাইসটি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 5% ক্যাশব্যাক দেওয়া হবে।

Moto G05 এর সেরা 5 ফিচার

মোটো G05 ডিভাইসে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যেখানে পোর্ট্রেট মোড এবং অটো নাইট ভিশনের মতো ফিচার রয়েছে। সেলফির জন্য এতে পাওয়া যাবে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম প্রসেসরের সাথে এসেছে। ডিভাইসটি 4 জিবি হার্ডওয়্যার ও 8 জিবি ভার্চুয়াল র‌্যাম সহ এসেছে

মোটো G05 ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 2 দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে।

এটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলে। এতে দুই বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

মোটো G05 ডিভাইসে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমসের সঙ্গে হাই-রেজো সাউন্ড। ফোনটি IP52 রেটিং সহ এসেছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন