Moto G06 বাজারে এন্ট্রি নিচ্ছে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ থাকবে ২ দিনের ব্যাটারি ব্যাকআপ

Motorola সবসময় G-সিরিজের অধীনে বাজেটের মধ্যে ভালো ভালো ফোন লঞ্চ করে। এবার এই সিরিজের অধীনে আসছে Moto G06। ডিভাইসটি স্টাইলিশ ডিজাইন এবং ইউনিক কালারের সাথে বাজারে পা রাখবে বলে জানা গেছে। তবে শুধু ডিজাইন নয়, Moto G06-এর ফিচারও অসাধারণ। এতে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও জি৮১ এক্সট্রিম চিপসেট, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৫২০০ এমএএইচ ব্যাটারি। উপরন্তু ফোনে এবং আরও অনেক ফিচারস যা অসাধারণ। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Moto G06 এর কালার অপশন ও ডিজাইন
রিপোর্ট অনুযায়ী Moto G06 মডেলটি প্যানটোন-প্রেরিট কালারের মত ট্যাপেস্ট্রি (ডার্ক ব্লু), টেন্ড্রিল (গ্রিন), অ্যারাবেস্ক (অরেঞ্জ) এবং অফ-ভাইট কালার অপশনে আসবে। ডিজাইনের কথা বললে, ফোনটির সামনে ওয়ারড্রপ নচ ডিসপ্লে দেখা যাবে। আর পিছনে আয়তকার মডিউলের মধ্যে দুটি গোলাকার ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এতে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি-সি পোর্ট, ৩.৫ মিমি হেডফোন হ্যাক এবং ডলবি অ্যাটমস সাপোর্ট। এটি ৮.৩১ মিমি পুরু হবে এবং এর ওজন থাকবে ১৯৪ গ্রাম।
Moto G06 এর ফিচার ও স্পেসিফিকেশন
মোটো জি০৬ এর সামনে দেখা যাবে ৬.৮৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০ × ১৬৪০ পিক্সল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৮১ এক্সট্রিম চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি ৪ জিবি ও ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আর এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে।
ফটোগ্রাফির জন্য Moto G06 এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকবে। আবার ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে, যা ভিডিও কল এবং সেলফির জন্য ব্যবহার হবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।
Moto G06 এর দাম (সম্ভাব্য)
Moto G06 ফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি মডেলের দাম ১১৯ ইউরো (প্রায় ১২,০০০ টাকা) এবং ৪ জিবি র্যাম + ২৫৬ জিবি মডেলের মূল্য ১৬৯ ইউরো (প্রায় ১৭,০০০ টাকা) রাখা হবে। এখনও এর লঞ্চের তারিখ জানা যায়নি।
Photo Credit: xpertpick