Motorola লঞ্চ করল 50 মেগাপিক্সেল ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ Moto G100

Motorola গত জুলাই মাসে চীনে তাদের ‘G’ সিরিজে অন্তর্ভুক্ত Moto G86 Power এর একটি নতুন ভার্সন হিসেবে Moto G100 Pro মডেলটি লঞ্চ করেছিল। এই ফোনে বড় ব্যাটারি এবং মিড-রেঞ্জ হার্ডওয়্যার রয়েছে। এখন ব্র্যান্ডটি চুপিসারে চীনে Moto G100 মডেলটির উপর পর্দা সরিয়েছে। এতে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট, ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা ও ৭,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Moto G100 ফোনের দাম এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Moto G100 এর স্পেসিফিকেশন এবং ফিচার

Moto G100 মডেলে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন আছে, যা ২,৪০০ x ১,০৮০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে ১,০৫০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং ব্যবহারকারীদের চোখের আরামের জন্য ডিসি ডিমিং সাপোর্ট রয়েছে। স্ক্রিনটিকে ব্র্যান্ড “ভিজ্যুয়াল ফ্যাটিগ রিডাকশন” ডিসপ্লে বলে অভিহিত করেছে।

উন্নত পারফরম্যান্সের জন্য Moto G100 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ৪ ন্যানোমিটার প্রসেসে তৈরি। চিপটির সঙ্গে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ যুক্ত। সাউন্ডের জন্য Moto G100 মডেলে ডুয়েল স্টেরিও স্পিকার উপস্থিত।

ফটোগ্রাফির জন্য, Moto G100 হ্যান্ডসেটের পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ম্যাক্রো লেন্স। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা বিদ্যমান। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক মোটোরোলার নিয়ার স্টক ইন্টারফেসে চলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G100 বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে নিয়ার ফিল্ড কমিউনিকেশন সাপোর্ট, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গ্রাফাইট কুলিং এবং আইপি৬৪ (IP64) ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। এর পরিমাপ ১৬৬.২৩ x ৭৬.৫ x ৮.৬ মিলিমিটার ও ওজন ২১০ গ্রাম। Moto G100 এর রিয়ার প্যানেলটি এয়ার ন্যানো লেদার দিয়ে তৈরি, যা প্রিমিয়াম অনুভূতি প্রদান করে।

Moto G100 এর দাম এবং লভ্যতা

চীনে Moto G100 এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৩৩৯ ইউয়ান (প্রায় ১৬,৭০০ টাকা)। এটি অবসিডিয়ান ব্ল্যাক, স্কাই ব্লু এবং এমারেল্ড গ্রিন এর মতো আকর্ষনীয় কালার অপশনে উপলব্ধ। তবে এই হ্যান্ডসেটটি ভারতীয় বাজারে পাওয়া যাবে কিনা, তা এখনও জানা যায়নি।