Moto G36 লঞ্চের আগে TENAA সার্টিফিকেশন সাইটে, ব্যাটারি থেকে ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস

মোটোরোলা তাদের পরবর্তী বাজেট স্মার্টফোন বাজারে আনতে চলেছে। খুব শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে Moto G36। এটি Moto G35 এর উত্তরসূরী হিসেবে আসবে। সম্প্রতি স্মার্টফোনটিকে চীনের TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এই সার্টিফিকেশন সাইট থেকে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন সামনে এসেছে। জানা গেছে Moto G36 ফোনে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং, অক্টা কোর প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Moto G36 এর স্পেসিফিকেশন ও ফিচার (ফাঁস)

TENAA সার্টিফিকেশনে সাইট থেকে জানা গেছে, Moto G36 ডিভাইসের মডেল নম্বর হল XT2533-4। এতে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ৬.৭২ ইঞ্চি টিফিটি ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে ব্যবহার করা হবে 5G চিপসেট, যা একটি অক্টা কোর চিপসেট এবং এর ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ। Moto G36 ফোনটি ৪ জিবি, ৮ জিবি, ১২ জিবি ও ১৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ব্যাটারি ও ক্যামেরা

এটি ৬৪ জিবি, ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৬৭৯২ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর মোটো জি৩৬ মাত্র ৮.৭ মিমি পুরু হবে এবং ওজন থাকবে ২১০ গ্রাম। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

Moto G36 আসছে ভেগান লেদার ব্যাক প্যানেলের সাথে

সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সার্টিফিকেশন সাইট থেকে সামনে এসেছে যে, Moto G36 ম্যাট পার্পেল ফিনিশ ও ভেগান লেদার রিয়ার প্যানেল সহ আসবে।