বাজেটের মধ্যে Sony ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার, Moto G56 5G বাজারে আসার আগে স্পেসিফিকেশন ফাঁস

শীঘ্রই বাজারে আসতে চলেছে Moto G56 5G। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। এর ডিজাইন, কালার অপশন এবং ফিচার প্রকাশ্যে এসেছে। অনুমান করা হচ্ছে, ফোনটি ২০২৫ সালের ২৯ মে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। সম্প্রতি চেক ও স্লোভাকিয়ার মোটোরোলার অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি তালিকাভুক্ত হয়েছে, ফলে আশা করা যায় যে, Moto G56 5G এর বাজারে আসা এখন কেবল সময়ের অপেক্ষা।

Moto G56 5G এর কালার এবং ডিজাইন

মোটো জি৫৬ ৫জি চারটি কালার অপশন সহ বাজারে পাওয়া যেতে পারে – প্যান্টোন ব্ল্যাক ওস্টার, প্যান্টোন ডেজেলিং ব্লু, প্যান্টোন গ্রে মিস্ট, প্যান্টোন ডিল। প্রতিটি কালার ভ্যারিয়েন্টের পিছনের প্যানেলে থাকবে ভিন্ন ভিন্ন টেক্সচার বা ফিনিশ, যা একে আরও আকর্ষণ তুলবে।

Moto G56 5G এর ডিসপ্লে ও টেকসই বিল্ড

মোটো জি৫৬ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৭২ ইঞ্চি ফুল HD+ LCD স্ক্রিন, যার রেজোলিউশন ১০৮০ x ২৪০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে গরিলা গ্লাস ৭আই। আর ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ আসবে। আর‌ এতে IP68 ও IP69 রেটিং থাকবে, যা ধুলো ও জল প্রতিরোধী করবে।

Moto G56 5G এর ক্যামেরা

মোটো জি৫৬ ৫জি স্মার্টফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা, যা কোয়াড পিক্সেল প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেকেন্ডারি ক্যামেরা। সেলফির জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Moto G56 5G এর পারফরম্যান্স ও ব্যাটারি

পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ প্রসেসর ব্যবহার করা হবে, যার সঙ্গে থাকবে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটি ৫,২০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যাতে থাকবে ৩০ ওয়াট টার্বো চার্জিংয়ের সুবিধা।

Moto G56 5G এর দাম

মোটো জি৫৬ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে প্রায় ২৫০ ইউরো, যা ভারতীয় মূল্যে প্রায় ২৩,৭০০ টাকা।