Moto G67 Power 5G স্ন্যাপড্রাগন প্রসেসর সহ উপস্থিত Geekbench সাইটে, লঞ্চ আসন্ন

মোটোরোলা গত জুলাই মাসে ভারতে লঞ্চ করেছিল Moto G86 Power 5G। এবার পাওয়ার সিরিজের অধীনে আরও একটি স্মার্টফোন আনছে কোম্পানি। Moto G86 Power এর কথা বললে এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট, ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, অ্যামোলেড স্ক্রিন এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,৭২০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। আর আজ আসন্ন Motorola G67 Power 5G ডিভাইসটিকে জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম (Geekbench)-এ খুঁজে পাওয়া গিয়েছে। এখান থেকে হ্যান্ডসেটটির চিপসেট, র‍্যাম এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে।

Motorola G67 Power 5G কে দেখা গেল Geekbench ডেটাবেসে

Motorola G67 Power 5G গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এটি বেঞ্চমার্ক সাইটের সিঙ্গেল কোর টেস্টে ১,০২২ এবং মাল্টি কোর পরীক্ষায় ২,৯১৭ স্কোর করেছে। এই বেঞ্চমার্ক ফলাফলগুলি দেখে আশা করা যায় ফোনটিতে দৈনন্দিন কাজের জন্য উপযুক্ত কর্মক্ষমতা থাকবে এবং এর মাধ্যমে মাঝারি মানের মাল্টিটাস্কিং করা যাবে।

বেঞ্চমার্ক লিস্টিং অনুসারে, এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট থাকবে, যা ২.৪ গিগাহার্টজের চারটি পারফরম্যান্স কোর এবং ১.৯৬ গিগাহার্টজের চারটি এফিসিয়েন্সি কোর দ্বারা গঠিত। এই চিপসেটের সাথে থাকবে গ্রাফিক্সের জন্য এড্রেনো ৭১০ জিপিইউ। Moto G67 Power 5G ৮ জিবি র‍্যাম সহ আসবে বলে আশা করা হচ্ছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক মোটোরোলার হ্যালো ইউআই (Hello UI) কাস্টম স্কিনে চলবে।

ভারতে Moto G86 Power 5G ফোনের দাম ও স্পেসিফিকেশন

জুলাই মাসে ভারতে লঞ্চ হওয়া Moto G86 Power 5G হ্যান্ডসেটের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। এটি মোটোরোলা ইন্ডিয়া ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট (Flipkart)-এ কসমিক স্কাই, গোল্ডেন সাইপ্রেস এবং স্পেলবাউন্ড – এই প্যানটোন-সার্টিফায়েড কালার অপশনে ভেগান লেদার ব্যাক প্যানেল সহ উপলব্ধ।

Moto G86 Power 5G মডেলে রয়েছে ৪ ন্যানোমিটারের অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির সুপার এইচডি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, এইচডিআর১০+ সাপোর্ট, ৪,৫০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা রয়েছে। ফোনটির ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর, ম্যাক্রো মোড সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩-ইন-১ ফ্লিকার সেন্সর। আর ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান।

Moto G86 Power 5G এর বডি আইপি৬৮ এবং আইপি৬৯ ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স প্রাপ্ত। সিকিউরিটির জন্য এতে রয়েছে‌ এমআএল-এটিডি-৮১০এইচ সার্টিফিকেশন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনে ৬,৭২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট টার্বোপাওয়ার সাপোর্ট করে। G86 Power 5G মডেলে মিলবে ডলবি অডিও সহ ডুয়েল স্টেরিও স্পিকার এবং অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক হ্যালো ইউআই।